বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বিনোদন জগতের সঙ্গে যুক্ত মহান অনেক শিল্পী প্রয়াত হলেন কিছুদিনের মধ্যেই। এবার না ফেরার দেশে চলে গেলেন বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল।
বছরের একদম শেষ ‘অঙ্কুর’, ‘নিশান্ত’-এর মতো ছবির পরিচালক দিকশূন্যপুরে পাড়ি দিলেন। তাঁর একমাত্র কন্যা পিয়া বেনেগাল এদিন তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করেন। গত বছরই ‘মুজিব: দ্য মেকিং অফ নেশন’ -নামে একটি ছবি তৈরি করেন তিনি। ‘মন্থন’ নির্মাতা গত ১৪ ডিসেম্বর পরিবার পরিজনের সঙ্গে নব্বইতম জন্মদিন পালন করেন।অভিনেতা কুলভূষণ খারবান্দা, নাসিরুদ্দিন শাহ, দিব্যা দত্ত, শাবানা আজমি, রজিত কাপুর, অতুল তিওয়ারি, চলচ্চিত্র নির্মাতা-অভিনেতা এবং শশী কাপুরের ছেলে কুনাল কাপুর এবং অন্যান্যরা এই উদযাপনে সামিল হন। কিন্তু সোমবার সন্ধ্যা তিনি সবাইকে ছেড়ে চলে গেলেন।
দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন তিনি। সোমবার সন্ধ্যে ৬.৩০টা নাগাদ মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কিডনিজনিত সমস্যা ভুগছিলেন। সপ্তাহে প্রায় তিনবার ডায়ালিসিস করাতে হত প্রবীন পরিচালককে। ভারত সরকার ১৯৭৬ সালে পদ্মশ্রী এবং ১৯৯১ সালে তাঁকে পদ্মভূষণে সম্মানিত করেন। তার সফল সিনেমাগুলির মধ্যে রয়েছে মন্থন, জুবেইদা, ওয়েল ডান আব্বা, নেতাজি সুভাষ চন্দ্র বোস: অ্য ফরগটেন হিরো, সরদারি বেগম। শ্যাম বেনেগাল ১৯৩৪ সালে হায়দরাবাদে জন্মগ্রহণ করেন এই কালজয়ী শিল্পী।