বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন খ্রিসমাস উৎসবের। আর তার পরেই একগুছ রাজনৈতিক প্রকল্প নিয়ে ময়দানে নামছে তৃণমূল মহিলা কংগ্রেস। ২৬ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারির মধ্যে রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় ব্লক ও শহরের কর্মিসভা করতে চলেছে মহিলা তৃণমূল নেতৃত্ব।

 

ওই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘দীক্ষা’। এর মধ্য দিয়ে মহিলা কর্মীরা নেতৃত্বের কাছ থেকে দল চালানোর পাঠ নেবেন। শিখে নেবেন কৌশল। তাই ‘দীক্ষা’ নাম। তৃণমূল ভবনে সংগঠনের জেলা মহিলা সভানেত্রী ও রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে টানা ২ মাসের জন্য একাধিক কর্মসূচির কথা জানানো হয়। বৈঠকে ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সব মিলিয়ে ধৰ্মীয় উৎসবকে হাতিয়ার করে ভোট বাক্সের লড়াইয়ে তৃণমূল।

তৃণমূল মহিলা কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, ২৭ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি – একমাসের মধ্যে সমস্ত জেলা সম্মেলন সেরে নিতে হবে বলে তৃণমূল মহিলা কংগ্রেস জানিয়েছে। প্রত্যেকটি জেলা সম্মেলনে দলের মহিলা সংগঠনের রাজ্য নেতৃত্বের একজন করে উপস্থিত থাকবেন। কোন তারিখে কোন জেলা সম্মেলন হবে, তা এখনও অবশ্য চূড়ান্ত হয়নি। কয়েকদিনের মধ্যেই সেই তালিকা পাঠিয়ে দেওয়া হবে বলে জেলা নেতৃত্ব সূত্রে জানা গিয়েছে। পুরুলিয়া জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী সুমিতা সিং মল্ল বলেন, “টানা দুমাস আমাদের একগুচ্ছ কর্মসূচি রয়েছে। রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকে আরও ব্যাপক হারে প্রচার করতেই আমাদের এই সংগঠনগত কর্মসূচি। কর্মী সভা জেলা সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনকে আরও মজবুত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলার উন্নয়নের জন্য যে কাজগুলি করেছেন, সেগুলি আরও ভালোভাবে তুলে ধরব নতুন বছরে।” সব মিলিয়ে জানুয়ারি ও ফেব্রুয়ারি জমে উঠবে তৃণমূলের মহিলা সেলের বিভিন্ন অনুষ্ঠানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *