বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আবার ভয়াবহ আগুন কলকাতায়। সম্প্রতিককালে অনেকবার কলকাতায় আগুন লেগেছে। কিন্তু এমন ভয়াবহ ঘটনা ঘটেনি। আজ দুপুরে সায়েন্স সিটির কাছে তপসিয়ায় বাইপাসের ধারে আচমকা আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে ভষ্মীভূত হয়ে যায় একের পর এক ঝুপড়ি।

 

পুড়ে ছাই হয়ে যায় বেশ কিছু পাকা বাড়ি, দোকানও। পাশেই রয়েছে শহরের বেশ কিছু বিলাসবহুল বহুতল, রয়েছে অফিস। তাই সেখানে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেদিকে বাড়তি নজর রয়েছে পুলিশের। চারিদিকে শুধুই হাহাকার। খবর পাওয়া মাত্রই শুরুতেই ঘটনাস্থলে ছুটে আগুনের ৮টি ইঞ্জিন। কিন্তু, আগুনের দাপট ঠেকাতে ছুটে আসতে হয় আরও ৭টি ইঞ্জিন।

কিন্তু প্রবল হওয়ার কারণে দমকলের ১৫টি ইঞ্জিন ও তার কর্মীরা কিছুতেই আগুন নিয়ন্ত্রনে আনতে পারছেন না। শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে আগুনের গ্রাসে পড়েছে প্রায় ১০০টির বেশি ঝুপড়ি। যদিও স্থানীয়দের দাবি, সংখ্যাটা আরও বেশি হতে পারে। এদিকে পুলিশ আসতেই আবার পুলিশের উপর ক্ষোভ উগরে দিতে দেখা যায় এলাকার বাসিন্দাদের। দমকল দেরিতে আসাতেও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। যদিও দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই এসেছে। ঘটনাস্থলে এলেন দমকল মন্ত্রী সুজি, এলেন এলাকার বিধায়কও। সুজিত বসু, জাভেদ খানকে ঘিরেও বিক্ষোভ দেখাতে দেখা যায় স্থানীয়দের। এলাকার মানুষদের দাবি, ইতিমধ্যেই পুড়ে ছাই হয়ে গিয়েছে একশোর বেশি ঝুপড়ি। মুখ্যমন্ত্রী বিষয়টি সম্পর্কে খোঁজ নিচ্ছেন নিয়মিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *