বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: দেশের প্রথম মেট্রো চালু হয়েছিল কলকাতায়। আর সেই শহরেই দেশের প্রথম জলের নিচে মেট্রো চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী কলকাতা থেকে দেশের একাধিক মেট্রো প্রকল্পের বিভিন্ন অংশের উদ্বোধন কিংবা শিলান্যাস করেন। তার মধ্যে রয়েছে নিউ গড়িয়া এয়ারপোর্ট অংশের নিউ গড়িয়া থেকে রুবি অংশ এবং জোকা মাঝেরহাট অংশের তারাতলা থেকে মাঝেরহাট অংশও।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন মেট্রোর উদ্বোধনের আগে ইঞ্জিনিয়ারদের কাছ থেকে পুরো বিষয়টি বোঝার চেষ্টা করেন। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান মেট্রোর সূচনা করে গাড়িতে চাপেন। মেট্রোর মধ্যে তিনি কথা বলেন ছাত্রছাত্রীদের সঙ্গে। এসপ্ল্যানেড-হাওড়া ময়দান মেট্রো রুটের উদ্বোধন কলকাতার পাশাপাশি রাজ্য তথা দেশের ঐতিহাসিক মুহূর্ত। এই মেট্রো টানেল ইঞ্জিনিয়ারিংয়ের এক অসাধারণ কীর্তি যা হুগলি নদীর তলা দিয়ে গিয়েছে।

আন্ডার ওয়াটার মেট্রো কলকাতার সঙ্গে হাওড়ার পাশাপাশি সল্টলেককে সংযুক্ত করবে। তবে মধ্যের এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ অংশের কাজ কিছুটা বাকি রয়েছে। এদিনের মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি বলেন, এদিনের অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হলেও, তিনি অনুপস্থিত ছিলেন।

কলকাতা মেট্রোর হাওড়া ময়দান-এসপ্ল্যানেড অংশের প্রায় ৫২০ মিটার অংশ জলের নিচে। হাওড়া মেট্রো স্টেশনটি দেশের সব থেকে গভীরতম মেট্রো স্টেশন। মেট্রোর এই অংশ ৪.৮ কিমি দীর্ঘ। যা হাওড়া ময়দানকে এসপ্ল্যানেডের সঙ্গে যুক্ত করেছে। যা যুক্ত করছে রাজ্যের আইটি হাব সল্টলেকের সেক্টর ফাইভকেও। হুগলি নদীর নিচে ৫২০ মিটার অংশ ৪৫ সেকেন্ডে পার হাওয়া যাবে। পূর্ব-পশ্চিম মেট্রো মোট ১৬.৬ কিমির মধ্যে ১০.৮ কিমি মাটির নিচে। তার মধ্যে হুগলি নদীর নিচের অংশটিও রয়েছে। বাকিটা রয়েছে মাটির ওপরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *