বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:এবারের রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বাড়ানো হল। বাজেটে ঘোষণা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। কত শতাংশ ডিএ বাড়ানো হল, তা দেখে নিন।
আরও চার শতাংশ মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোয়েওন্স বা ডিএ) বৃদ্ধির ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই ঘোষণার ফলে ২০২৪ সালের ১ মে থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। আপাতত তাঁরা ১০ শতাংশ হারে ডিএ পেয়ে থাকেন।
২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের কত শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল? গতবার বাজেটে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের তিন শতাংশ মহার্ঘ বাড়ানো হয়েছিল। সেই ডিএ বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছিল ছয় শতাংশ। ২০২৩ সালের মার্চ থেকে তাঁরা ছয় শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন। ডিসেম্বর পর্যন্ত তাঁরা ছয় শতাংশ হারে ডিএ পেয়েছেন।
২০২৪ সালের জানুয়ারি থেকে তাঁদের আরও একদফায় ডিএ বেড়েছে। গত বছর ডিসেম্বরে চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। সেইমতো ২০২৪ সালের জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ১০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। যদিও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে তাঁদের অনেক ফারাক আছে।