বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ভারতবাসী হিসাবে আমরা গর্ববোধ করি যে আমরা এক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের বাসিন্দা। নানা ভাষা, নানা ধর্মের মধ্যে ঐক্য হলো ভারতের মূল সুর।
এবার রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের কথায় কোথায় যেন আঘাত করা হলো সেই ধর্ম নিরপেক্ষতাকে বলেই মনে করছেন নাগরিক মহল। শনিবার মাইনরিটি মোর্চার ছাত্র-ছাত্রীদের আয়োজিত এক অনুষ্ঠানে এসে সাম্প্রদায়িক মন্তব্য করতে শোনা যায় ফিরহাদকে। ছাত্র-ছাত্রীদের উদ্দেশে ফিরহাদ বলেন, বাংলায় আমরা ৩৪ শতাংশ আর গোটা ভারতে ১৭ শতাংশ। তাই কোনভাবেই আমাদের সংখ্যালঘু বলা যাবে না। এই পর্যন্ত কোনো বিতর্ক নেই। কিন্তু এর পরেই তিনি বললেন, ‘আগামী দিনে আমরা আর সংখ্যালঘু থাকব না। সর্বশক্তিমান চাইলে সেই দিন বেশি দূরে নেই যখন সারা দেশে আমরাই সংখ্যাগুরু হব।’ এখানেই তিনি বিতর্কিত ও সম্প্রদায়িক এক মন্তব্য করলেন, যা কোনো মন্ত্রীর মুখে শোভা পায় না বলেই রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন।
উল্লেখ্য, এর আগেও সংখ্যালঘু প্রসঙ্গে একাধিক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন ফিরহাদ হাকিম। কলকাতায় বাংলা নয় উর্দু ভাষায় বেশি কথা বলা হবে, এবং বাংলায় সংখ্যালঘুরা রাজ করবেন বলে মন্তব্য করতে শোনা যায় ফিরহাদকে। তাঁর এমন মন্তব্যর পরিপ্রেক্ষিতে ফিরহাদের বিরুদ্ধে সনাতন বিরোধী বলেও অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি বাংলায় বিভাজন করতে চাইছেন বলে অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা। ইতিমধ্যে সর্ব স্তরে প্রবল বিতর্ক তৈরী হয়েছে তাঁর মন্তব্য নিয়ে।