বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এতো শত্রুতার পরেও কিন্তু ভারত বাংলাদেশের প্রতি সহযোগিতার হাত বাড়িতে দিয়েছে। একেবারে অগ্নিমূল্য বাংলাদেশের বাজার দর। এই অবস্থায় ফের একবার বাংলাদেশের দিকে সাহায্যের হাত বাড়ল ভারত।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪৬৮ মেট্রিক টন আলু রফতানি করা হল সে দেশে। যা খবর, ট্রেনে করে বিপুল পরিমান আলু সে দেশে পাঠানো হয়েছে। অন্যদিকে বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, যশোরের বেনাপোল স্থলবন্দর রেলস্টেশনে বএকটি মালবাহী ট্রেন পৌছয়। শনিবার থেকে এই পণ্য খালাস করার কাজ বাংলাদেশের সংশ্লিষ্ট বিভাগ শুরু করবে বলে সে দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘বাংলা ট্রিবিউনে’র খবরে দাবি করা হয়েছে। বাংলাদেশে জিনিসের দাম বেড়েই চলেছে। আর তার থেকে দৃষ্টি ঘোরাতে ওই দেশের উগ্র মৌলবাদীরা ভারত বিরোধিতার জিগির তুলে রেখেছে।
পেট সবার আগে। বাংলাদেশের দরিদ্র মানুষের পেটে টান পড়েছে। ক্ষোভ বাড়ছে চারিদিকে। ভারতের এই আলু পৌঁছানোতে কিছুটা স্বস্তিতে বাংলাদেশ। বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান এই প্রসঙ্গে জানিয়েছেন, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের টাটা ট্রেডার্স নামে এক আমদানিকারক সংস্থা বিপুল এই আলু আমদানি করেছে। আর তা করা হয়েছে বাংলার মালদহ থেকে। প্রকাশিত খবর অনুযায়ী, একটি ট্রেনে ৯ হাজার ৪৬০ ব্যাগ আলু আমদানি হয়েছে। যার ওজন ৪ লাখ ৬৮ হাজার কেজি। পণ্য চালানটির আমদানি মূল্য ১০ লাখ ৭ হাজার ৬৪০ মার্কিন ডলার।