বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: উত্তরবঙ্গ পৌষ মেলাতেও এবার বন্ধ বাংলাদেশের ষ্টল এর প্রবেশ করতে পারবে না কোন বাংলাদেশী। এবারে উত্তরবঙ্গ পৌষ মেলা কমিটি থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় পতাকা যেকোনো দেশের কাছেই গর্বের। আর সে জাতীয় পতাকার অপমান ভারতবাসী কোনদিনই সহ্য করতে পারবে না। এই কাজ যারা করে তারা মানুষের মধ্যেই পড়ে না। এক দেশের নাগরিক অন্য দেশের নাগরিককে শ্রদ্ধা করবে এবং সম্মান করবে এটাই তো কাম্য। সেখানে প্রতিবেশী দেশ শুধু আমাদের দেশের জাতীয় পতাকাকে অপমানে করেনি অপমান করেছে ১৫০ কোটি ভারতবাসীকেও। যে ভারত সব সময় বিপদ এবং আপদে বাংলাদেশের পাশে থাকে , তাদেরকে অপমান করেছে বাংলাদেশ। তাই এবারের পৌষ মেলাতে বাংলাদেশের কোন স্টল থাকবে না, জানালেন পৌষ মেলা কমিটির অন্যতম প্রধান দিব্যেন্দু দাস। তিনি আরো জানালেন পরিস্থিতি স্বাভাবিক হবে তারপর আমরা চিন্তা ভাবনা করব। কিন্তু এইবারে আপাতত সম্পূর্ণভাবে বন্ধ বাংলাদেশীদের জন্য আমাদের দরজা। এবারের পৌষ মেলাতে থাকবে না কোন বাংলাদেশের স্টল। পরবর্তী সিদ্ধান্ত আমরা কি নিচ্ছি সেটা জানতে পারবে দু দেশের মধ্যে সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায় তার উপরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *