বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এবার আর শীত দুয়ারে নয়, শীত এখন দরজা খুলে ঘরের ভিতরে প্রবেশ করেছে। আজ অনেকটাই তাপমাত্রার পতন হবে।
আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, আজ থেকে তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা। বিগত কয়েকদিনে বেশ কিছুটা তাপমাত্রা নেমেছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। গতকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রির কাছাকাছি। এবার আরও কিছুটা কমবে। আজ থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আজ কলকাতার (Kolkata) আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। যদিও সেই মেঘ থেকে বৃষ্টি হবে না। বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে থাকতে পারে। পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট বাড়তে পারে। ইতিমধ্যেই বেশ তাপমাত্রা নেমেছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ১৫ ডিসেম্বর পর থেকে বাংলায় একেবারে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা বঙ্গে। পশ্চিমি জেলাগুলোতে অধিক শীত পড়বে আজ থেকেই। আগামী দু’দিনে পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে।
অন্য দিকে উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার কোনো জেলাতেই আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে উত্তরের জেলাগুলিতে। উত্তরের সমস্ত জেলাতেই কুয়াশার সতর্কতা জারি হয়েছে।