বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বাংলাদেশের সংখ্যাগুরু মৌলবাদী যে কতটা নিচে নামতে পারে তার আরও একটা উদাহরণ সামনে আসলে। এবার তারা ডাক দিলো হিন্দুদের হোটেল বর্জন করার।

 

এর আগে সে দেশে কখনও হিন্দুদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া, কখনও মহিলাদের উপর ফতোয়া জারির অভিযোগ উঠছিল। যার জেরে আতঙ্কে ঘুম উড়েছে তাঁদের। আর এবার হিন্দুদের কার্যত ভাতে মারার ছক মৌলবাদীদের। ঢাকায় শুরু হয়েছে হিন্দুদের তৈরি হোটেল বর্জনের ডাক। হিন্দু হোটেলে না যাবার নিদান তো দিয়েছেই সঙ্গে সাধারণ জনগণকে অবগত করার জন্য বিভিন্ন জায়গায় পোস্টার সাঁটানো হয়েছে। যেখানে লেখা,’নো বীফ খাবার হোটেল বর্জন’। শুধু তাই নয়, কীভাবে হিন্দু হোটেল চেনা যাবে সেই পোস্টারে সে কথাও বলা হয়েছে। তারা স্পষ্ট বলেছেন, যেখানে গোরুর মাংস বিক্রি হয় না সেই হোটোল বয়কট করতে হবে।

একেবারে তালিবানি শাসনের প্রথম পর্ব। এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশ আফগানিস্তান হতে আর সময় লাগবে না। কট্টরপন্থীরা প্রচার করছে, যে হোটেলে গরুর মাংস বিক্রি হয় না সেটাই হিন্দুদের হোটেল । আর সেই হোটেল বর্জন করতে হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, হিন্দুদের বিচ্ছিন্ন করে দেবার জন্যে এসব চাল দিচ্ছেন কট্টরপন্থীরা। আর এসব দেখেও কার্যত না দেখার ভান করে আছে ইউনিসের প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *