বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বাংলাদেশে যখন ঘোর ভারত বিরোধী আন্দোলন চলেছে, প্রচার চলেছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার। ঠিক তখন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিন দিনের সফরে রাশিয়া গেছেন।

 

জানা গিয়েছে, এই সফরে রাজনাথ সিং রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোউসভের সঙ্গে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে কথা বলবেন। এছাড়া তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও দেখা করতে পারেন। সফর শেষে রাশিয়া ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেবে যুদ্ধজাহাজ আইএনএস তুশিল। সেই অনুষ্ঠানে ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠীও থাকবেন। এই যুদ্ধজাহাজে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। স্বাভাবিক কারণেই ভারতের নৌ শক্তি যে আরও বৃদ্ধি পেলো তাতে সন্দেহ নেই।

তাছাড়া দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়েও কথা হবে। রাশিয়ার কাছ থেকে আরও দুটি এস ৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম পাবে ভারত। ২০১৮ সালে পাঁচটি এয়ার ডিফেন্স সিস্টেম কেনা নিয়ে ভারত ও রাশিয়ার চুক্তি হয়েছিল। তার মধ্যে দুটি হাতে পাওয়া বাকি রয়েছে। এই এয়ার ডিফেন্স সিস্টেমও খুবই উন্নত মানের। আইএনএস তুশিল যুদ্ধজাহাজটির ওজন ৩৯০০ টন। এটি ১২৫ মিটার দীর্ঘ। রাশিয়া ও ভারতের মধ্যে নতুন কিছু মৌ স্বাক্ষর হতে পারে বলেও অনেকে মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *