বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বললেন এই মরশুম তার সেট মরসুম, আবার গতকাল সাংবাদিক সম্মেলনে জানালেন টিম ফর্মাটেই খেলবেন তিনি। বাংলা রঞ্জি জয় তিনি দেখতে চান। স্নেহাশীষ গাঙ্গুলীকে পাশে বসিয়ে ঋদ্ধিমান সাহা জানালেন বাংলাকে এখনো তার অনেক কিছু দেওয়ার, আর তিনি মনে করেন এখনো খেলা তার মধ্যে আছে।

 

টিমে ক্রিকেট কে ভালবাসেন, আর ক্রিকেট খেলতে চান। যখন মনে হবে আর পারবেন না তিনি নিজেই অবসর নিয়ে নেবেন। যা জানালেন তিনি ক্রিকেট খেলতে চান যেমন শিশুদের টিকেট শেখাতেও চান। বাংলা ক্রিকেট এখনো অনেক উন্নত হয়েছে, মনে করেন তিনি। এ ঋদ্ধিমান সাহা আরো জানালেন তিনি এখনো পুরোপুরি ফিট খেলতে চান। তার কাছে সমসাময়ইক রা অবসর নিয়ে ফেলেছেন কিন্তু তিনি সেই দিকে যেতে চান না। ঋদ্ধিমান সাহা আরো জানালেন ভারত এখন বিশ্বের সবচাইতে শক্তিশালী ক্রিকেট খেলিয়ে দেশ, এখন উঠতি প্রতিভাবান প্রচুর আছেন। তবে পাপলি জানালেন তিনি উইকেট কিপিং করবেন না, একজন হিসেবে খেলবেন। যদি বাংলায় তাকে নির্বাচিত করা হয় তবে তিনি কি করবেন? যদি যোগ্য মনে করে তবেই তো আমাকে নির্বাচিত করবে? আর আমি খেলবই। ক্রিকেটকে ঘিরেই তো আমার বিশ্বাস, তাই ক্রিকেট আমার স্বপ্ন ক্রিকেটই আমার ভবিষ্যৎ। আপাতত এই বছরটা ক্রিকেট খেলতে চাই, যদি দেখি পারছিনা তখন দেখা যাবে। না পারলে ক্রিকেট চালিয়ে যাব না আমি, এও জানালেন ঋদ্ধিমান সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *