বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আবার শীতের পথে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমি ঝঞ্ঝা। আবার বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে একটা নিম্নচাপ। তার প্রভাবে বাতাসে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে। ফলে তাপমাত্রা আবার কিছুটা উর্দ্ধমুখী।
রবিবার সকালের বার্তায় আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, মূলত পশ্চিমী ঝঞ্ঝার জেরে পরিবর্তন হবে রাজ্যের আবহাওয়ায়। রবিবার থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশকয়েকটি জেলায়। সোমবার থেকে হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। যার জেরে এখনই জাঁকিয়ে শীত পড়বে না। তবে পরের সপ্তাহে শেষের দিকে হাড়কাঁপানো ঠান্ডা পড়তে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। অন্যদিকে, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরেও বৃষ্টি হবে এ রাজ্যে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টি হতে পারে। এদিন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে দার্জিলিং ও কালিম্পংয়ে।
দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি কুয়াশা (Fog Warning) থাকবে। উত্তরবঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে ঘন কুয়াশার জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। পাহাড়ে তুষারপাত হতে পারে।