বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ধান গাছ কেটে নেওয়ার পড়ে জমিতে লেগে থাকা ধান গাছের গোড়াকে বলা হয় ‘নাড়া’। একটা প্রচলিত রীতি হচ্ছে, সেই নাড়াকে পুড়িয়ে দ্রুত জমি তৈরী করে সেই জমিতে আলু চাষ করা।

 

আর সেই কাজ করতে গিয়েই বাঁকুড়ার পাঁচ বিঘা পাকা ধান পুড়ে ছাই হয়ে গেলো। বাঁকুড়ার কোতুলপুরে নাড়া পোড়ানোর সময় আগুনে পুড়ে ছাই হয়ে গেল প্রায় ৫ বিঘে জমির পাকা ধান। বাদশাভোগ প্রজাতির দামি পাকা ধান মাঠেই পুড়ে ছাই হয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের। কৃষি দফতর ও স্থানীয় প্রশাসনের লাগাতার প্রচারের পরেও বারবার একই ঘটনায় ঘটায় বাড়ছে উদ্বেগ। অনেকেই আবার প্রশাসনের নজরদারির অভাবকে কাঠগড়ায় তুলছেন। যদিও এই নাড়া পড়ানোর ফলে বাতাসে তীব্র দূষণ ছাড়াচ্ছে।

নাড়া পড়ানো নিষিদ্ধ করে অন্য উপায়ে সেই নাড়া তুলে ফেলার কথা ভাবছে কৃষি দপ্তর। দিন কয়েক আগে বাঁকুড়ার জয়পুর ব্লকের শুখজোড়া গ্রাম লাগোয়া জমিতে নাড়া পোড়ানোর সময় আগুনের ফুলকি গিয়ে পড়ে পার্শ্ববর্তী জমিতে গাদা করে রাখা ধানে। দাউদাউ আগুনে পুড়ে ছাই হয়ে যায় কয়েকবিঘে জমির গাদা করে রাখা ধান। আগুন নেভাতে গিয়ে আহত হন এক কৃষক। এবার সেই একই ঘটনা ঘটল বাঁকুড়ার কোতুলপুরে। দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে আশপাশের জমিতে। বাতাসের বেগ বেশি থাকায় আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী মাঠে। সেখানে আবার বাদশাভোগ প্রজাতির পাকা ধান এখনও কাটা হয়নি। কেউ কিছু বুঝে ওঠার আগেই প্রায় ৫ বিঘে জমিতে আগুন লেগে যায়। কৃষি দপ্তরের কাছে ক্ষতি পূরণের দাবি জানাবে তারা বলেই জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *