বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: গত কয়েকদিন ধরেই নিখোঁজ ছিল ওই যুবতী। ওই যুবতী বসিরহাটের ন্যাজাট থানার কালীনগর গ্রাম পঞ্চায়েতের ঘটিহারার ঘোষপুরের বাসিন্দা। উচ্চমাধ্যমিক পড়ুয়া। গত ৪ ডিসেম্বর বিকেলে বাড়ি থেকে কাজে বের হয় সে। রাত হয়ে গেলেও আর বাড়ি ফেরেননি।
স্বাভাবিকভাবেই শুরু হয় খোঁজখবর। কোথাও না পেয়ে শেষে ন্যাজাট থানায় নিখোঁজ ডাইরি করেন পরিবারের মানুষেরা। সকলের মধ্যেই ছিল চূড়ান্ত উদ্বেগ।
অবশেষে আজ সকালে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটিহারা এলাকার একটি পুকুরে দেহ ভাসতে দেখা যায়। তা নিয়ে হইচই শুরু হয়। খবর দেওয়া হয় ন্যাজাট থানায়। তড়িঘড়ি পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। পুকুর থেকে দেহ উদ্ধার করা হয়। সেই সময় দেখা যায়, তরুণীর হাত-পা বাঁধা রয়েছে। নিখোঁজ যুবতীর বাড়ি থেকে ৫০০ মিটার দূরে অবস্থিত ওই পুকুরটি। তাঁর পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ শনাক্ত করে। পরিবারের দাবি, পরিকল্পনামাফিক তাঁকে খুন করে দেহ পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছে। খুনের আগে ধর্ষণের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না নিহতের পরিজনেরা। পুলিশ তদন্ত শুরু করেছে।