বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: একথা ঠিক যে বিনোদন জগতে সম্পর্ক তৈরী হবার থেকেও সম্পর্ক ভাঙ্গার খবর দ্রুত শিরোনামে আসে। বলিউডের অভিষেক বচ্চন ঐশ্বর্য্য রাই, টলিউডের যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা, একের পর এক বিয়ে ভাঙ্গার গুঞ্জনে সরগরম হয়েছে বিনোদন মহল।

 

আর এবার নাকি সম্পর্ক ভেঙে যাচ্ছে দেব আর রুক্মিণীর! অন্তত সোশ্যাল মিডিয়া বলছে তেমনই কথা। কিন্তু কেন? এই প্রশ্ন না করাই ভালো। আসল খবর হলো, এই মুহূর্তে বলিউড থেকে টলিউড সর্বত্রই শোনা যাচ্ছে সম্পর্ক ভাঙার গুঞ্জন। এই আবহেই সামনে এলো আরও এক বড় খবর। এবার নাকি সম্পর্ক ভাঙতে চলেছে টলিউডের আরও এক হাই ভোল্টেজ কাপলের! দেখার বিষয় হলো এটা কি নিতান্তই গুঞ্জন না এর পিছনে কোনো বাস্তব ভিত্তি আছে।

একটা খবর সর্বত্র প্রচারিত যে দেবকে রুক্মিণী আনফলো করেছে। আর তার পরেই একে একে দুই থিওরি কাজে লাগিয়ে এই ভাঙন নিয়ে জোর চর্চা চলেছে টলি পাড়ায়। রুক্মিণী সামাজিক মাধ্যমে বহু ব্যক্তিকে ফলো করলেও সেই তালিকা থেকে উধাও হয়ে গিয়েছে দেবের নাম। আর এতেই দুজনের প্রেম ভাঙার জল্পনা তুঙ্গে।
কি কারণে এমন ঘটনা ঘটতে চলেছে তা কিছুই জানা যায় নি। অবশ্য দেব বা রুক্মিণী দুজনেই কখনও অফিশিয়ালি নিজেদের সম্পর্ক কথা স্বীকার করে নেননি। শুধুমাত্র চোখের ভাষা ইঙ্গিতে বুঝিয়েছেন যে দুজন দুজনের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ। তবে এই প্রথম নয়, এর আগেও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন দেব। কিন্তু ৪ বছর পর ভেঙে যায় প্রেম। এখন এই প্রেমটাকে কি টিকিয়ে রাখতে পারবেন ঘাটালের সাংসদ – এই নিয়ে আলোচনা চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *