বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সেই কারণেই বলা হয়, সম্প্রদায়কতা একটা মারাত্মক বিষ – যা বাতাসের থেকেও দ্রুত ছোটে। ওপার বাংলার সংখ্যাগুরু মৌলবাদীরা তা কিছুতেই বুঝতে পারছে না।
তাই বাংলাদেশে হিন্দু অত্যাচারের ঢেউ এসে পড়লো এপার বাংলার মধ্যেমগ্রামে। রেজওয়ানা চৌধুরী বন্যার শো বাতিলের দাবি উঠেছে। মধ্যমগ্রাম পুরসভা পরিচালিত পরিবেশ সচেতনতা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল ওপার বাংলার খ্যাতনামা সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার। কিন্তু বর্তমানে বাংলাদেশের অশান্তির কারণে সেই অনুষ্ঠান বাতিলের দাবি উঠেছে। স্থানীয়রা এই অনুষ্ঠান বাতিলের দাবি জানিয়ে সোচ্চার হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। শুধুই সমাজ মাধ্যমে নয়, তারা লিখিতভাবে এই আবেদন করেছেন চেয়ার ম্যানের কাছে।
শীত আসা মানেই বাংলার বিভিন্ন প্রান্তে শুরু হবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী ২৮ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে এই মেলা। আর সেই মেলার প্রচারে যখনই জানানো হয় যে উদ্বোধনী অনুষ্ঠানের দিন রেজওয়ানা পারফর্ম করবেন তখনই এই বিষয়ে আপত্তি জানিয়েছে মধ্যগ্রাম নাগরিকবৃন্দ নামক একটি দল। তাঁরা সাফ অনুরোধ জানিয়েছেন এই অবস্থায় যেন বাংলাদেশের কোনও শিল্পীকে অনুষ্ঠান না করতে দেওয়া হয়। তাঁদের মতে, ‘আগে দেশ। তারপর সব।’ আপাতত তাঁদের এই দাবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এখন দেখার শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় পৌঁছায়!