বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ইতিমধ্যে খালেদা জিয়ার সঙ্গে এক প্রস্থ কথা হয়েছে পাকিস্তান ও চিনের রাষ্ট্রদূতের সঙ্গে। তারপরেই শোনা যাচ্ছে, ইউনুসকে সরিয়ে খেলেদাকে আবার প্রধানমন্ত্রীর আসনে বসানো হচ্ছে।
সবটাই অবশ্য নির্ভর করছে পাকিস্তানের উপর। শোনা যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই বদলে যেতে পারে বাংলাদেশের রাজনৈতিক ছবিটা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসকে রাষ্ট্রপতি পদে বসানো হতে পারে বলে শোনা যাচ্ছে।
শোনা যাচ্ছে, ইউনূসকে প্রধান উপদেষ্টার চেয়ার থেকে সরিয়ে সেখানে বসতে পারেন খালেদা জিয়া! এই বিষয়ে খুব সতর্ক ভাবে এগোতে চাইছে অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টারা। বর্তমান রাষ্ট্রপতি আওয়ামি লীগের মহম্মদ সাহাবুদ্দিন। সেনাপ্রধান জেনারেল ওয়াকের-উজ-জামান একসময়ের হাসিনা ঘনিষ্ঠ ও তাঁর নিকট আত্মীয়। ফলে এই বিষয়ে জল্পনা ছিলই। এখন শুধুই সময়ের অপেক্ষা। হয়তো আবার বাংলাদেশে আসতে চলেছে খালেদার সাম্রাজ্য।