বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ভারত বাংলাদেশের সম্পর্ক একদম তলানিতে। বাংলাদেশে যেভাবে ভারত তথা হিন্দু বিরোধিতা শুরু হয়েছে, তাতে প্রবল ক্ষুব্ধ রাজ্য বিজেপি।

 

তারা বাংলাদেশকে শাস্তি দিতে পেট্রাপোল সীমান্ত একদিনের জন্য আবারোধ করেছিল। শুভেন্দুর দাবি তাতেই অনেকটা টাইট খেয়েছে বাংলাদেশ। ওপার বাংলা অশান্ত। এপারেও প্রতিবাদ জিইয়ে রয়েছে এখনও। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সে বিক্ষোভ অরাজনৈতিক ব্যানারে। পোশাকি নাম সনাতনী ঐক্য মঞ্চ। পেট্রোপোল আন্দোলনের পর বৃহস্পতিবার রানি রাসমনি অ্যাভিনিউতে সনাতনীদের প্রতিবাদ সভায় সুর চড়ান শুভেন্দু। “এক দিনের মধ্যে ওদের হালুয়া টাইট করে দিয়েছি…” বলেও দাবি করেন তিনি। কিন্তু কীভাবে?

এই বিষয়টাই সভায় পরিষ্কার করলেন শুভেন্দু। শুভেন্দু বলেন, “বাংলাদেশ থেকে বাণিজ্য হয় মাত্র ১১.২৫ বিলিয়ন। দশের পরে রয়েছেন আপনারা। আমাদের অর্থনীতি আপনাদের ওপর নির্ভর করে না। আর আমরা কটন পাঠাই, ফুড ইন্ডাস্ট্রি, শাক সবজি, আলু, ডিম, পেঁয়াজ সব মিলিয়ে ৯৭টা জিনিসের ওপর নির্ভরশীল আপনারা। নৌকো, লঞ্চের যন্ত্রও ভারত দেয়।” কিন্তু এর পরেও যখন বাংলাদেশ বিশ্বাসঘটকতা করছে তখন কিছুটা তো টাইট দিতেই হবে। বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “একদিনে পেট্রোপোল বন্ধ করেছিলাম। ৪০ গাড়ি পেঁয়াজ গিয়েছে পচে। এক দিনে হালুয়া টাইট করে দিয়েছি। এক্সপোর্টার, ইমপোর্টাররা সবাই হিন্দু। ওরা আমাকে বলছে, দাদা সাতটা দিন আটকে দিতে পারলে না, এদের কী অবস্থা কী হবে দেখবে!” কিন্তু এটা কি কোনো সমস্যার সমাধান? প্রশ্ন নাগরিক মহলের। তাই চাই আলোচনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *