বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শীতের আমেজ শুরু হয়েছে। সকালের দিকে উত্তুরে বাতাস বইছে ভালোই। ভালো মতো শীত পড়তে হয়তো আরেকটু অপেক্ষা করতে হবে।

 

শুক্রবার আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে,উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার জেরে ২ থেকে ৪ ডিগ্রি পারদ-পতনের সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে। তবে জাঁকিয়ে শীতের জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শীতের পথে আগামী সপ্তাহে বাধা হবে পশ্চিমী ঝঞ্ঝা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার দরুন আগামী সপ্তাহের শুরুতে ফের দুই-তিন বাড়তে পারে তাপমাত্রা। আপাতত ৯ ডিসেম্বর পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। ১৫ই ডিসেম্বর এর পর থেকে শীতের দাপট বাড়ার সম্ভাবনা। এ বছর শীত আসতে অনেকটাই দেরি হলো। এখন প্রশ্ন – আর কতদিন শীত থাকবে? তাপমাত্রা কমার সাথেই দোসর হয়েছে কুয়াশা। হালকা থেকে মাঝারি কুয়াশায় সম্ভাবনা পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম উত্তর ২৪ পরগনা, নদিয়ায়। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বাকি জেলাগুলিতেও কম-বেশি কুয়াশা থাকবে। কুয়াশা দৃশ্যমানতার অসুবিধা করছে।

অন্যদিকে উত্তরবঙ্গে মৃদু বৃষ্টির পূর্বাভার আছে। আজ থেকে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পঙে পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এরপর সোমবার, মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর এবং মালদাতেও। তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *