বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:জকের দিনে জায়গা নেই পাখিদের। তাই ঘরছাড়া তারা। তবে আজও মানুষ চিন্তা করেন পাখিদের জন্য। শিলিগুড়ির ঘুঘুমালির বাসিন্দা দীপক সেন নিজের বাড়িতেই তৈরী করেছেন পাখিদের জন্য ঘর। নিজের বাড়ির পাশে ফাকা জায়গাতে বাড়ি তৈরী করে দিয়েছেন পাখিদের জন্য। তিনি জানিয়েছেন আমি দেখি আজকে আধুনিক যুগে পাখিদের জন্য জায়গা নেই মানুষের। তাই আমি চিন্তা করে তৈরী করেছি পাখিদের বাড়ি। পেশায় সরকারি চাকুরে দীপক সেন বাড়িতে নিজের পকেট থেকে টাকা খরচ করে তৈরী করেছেন বাড়ি। জানালেন তার বাবা মা স্ত্রী এবং তার ছেলেমেয়েরাও তাকে সমর্থন করেছেন পাখিদের বাড়ি তৈরীর ব্যাপারে। তিনি জানিয়েছেন আমি অফিসে চলে যাই, আমার পক্ষে সম্ভব নয় এইভাবে সফকিছু যোগার করা। আমার পরিবারের সাহায্য না পেলে আমি কিছুতেই এই কাজ করতে পারতাম না বলে জানালেন দীপকবাবু। তিনি জানান পাখিদের খাওয়া এবং ওষুধ সব কিছু দেখে তার ছেলেমেয়েরা। তিনি আরো জানান আপাতত তিনশো পাখি আছে তার উঠোনে। আমি আরো বড় করে ওদের থাকবার ব্যাবস্থা করতে চাই বলে জানালেন দীপকবাবু।