বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এবার দ্রুত পারদের পতন শুরু হয়েছে। এখন বলাই যায় একেবারে দুয়ারে শীত। সকালের দিকে বেশ খানিকটা কুয়াশা। বেলা বাড়লে রোদের দেখা মিলছে।
বুধবার আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আর ২/১দিনের মধ্যেই উত্তর-পূর্ব হাওয়ার বদলে উত্তর ও উত্তর পশ্চিমের শীতল হাওয়া বইবে। হু হু করে নামবে তাপমাত্রা। শনি ও রবিবারের মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে রাজ্যের বিভিন্ন জেলায়। সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে পারদ পতনের ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের।জমিয়ে শীতের আমেজ ফেরার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে সপ্তাহের শেষে শীতের দ্বিতীয় আক্রমন শুরু হবে। তবে এই সপ্তাহেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। মূলত পরিষ্কার আকাশ। শুষ্ক আবহাওয়া আগামী ৫ দিন থাকবে রাজ্যে। তার পরেই উত্তুরে বাতাস স্বাধীনভাবে প্রবেশ করবে।
অন্যদিকে উত্তরবঙ্গে আগামিকাল বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে দার্জিলিঙে! হালকা বৃষ্টি হতে পারে কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও। । উত্তরবঙ্গ তো বটেই, রাজ্যের আর কোনও জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কুয়াশার সম্ভাবনা দার্জিলিং-সহ রাজ্যের ৯ জেলায়। মূলত মাঝারি কুয়াশার সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই খুব সকালে হালকা কুয়াশা এবং ধোঁয়াশা থাকবে।