বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্র যে ক্ষুব্ধ তা তিনি নবান্নে আধিকারিকদের নিয়ে বৈঠকে বার বার করে আগেও বলেছিলেন। নবান্নের সভাঘরে রাজ্য পুলিশ ও সিআইডি-র একাংশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

 

রাজ্যের ডিজির উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “আমি সিআইডি রদবদল করব। পুরোটাই। আর যাঁর যাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, অভিযোগ পেলে ক্রস চেক করো। কেউ কেউ মিথ্যা কথা বলেও অভিযোগ করে। অভিযোগ যদি সত্যি হয়, তাহলে কড়া পদক্ষেপ করো। কেউ তাতে বাধা দেবে না। আর কেউ বাধা দিলে আমি শুনবও না।”সেই কাজ বেশ ভালোভাবে শুরু করলেন তিনি।

গোয়েন্দা প্রধান রাজাশেখরনকে সরানো হল। তাঁকে পাঠানো হয়েছে রাজ্য পুলিশের ট্রেনিংয়ে। উল্লেখ্য, কিছু দিন আগেই শিয়ালদহে অস্ত্র উদ্ধারের ঘটনায় উঠে এসেছিল ভিন রাজ্যের কথা। তারপর কসবাকাণ্ড, সেখানেও বিহার যোগ উঠে আসে। দময়ন্তী সেন, যিনি রাজ্য পুলিশের ট্রেনিংয়ে চলে গিয়েছিলেন, তাঁকে এডিজি আইজি পলিসি মেকিং পদে আনা হল। অর্থাৎ রাজ্য পুলিশের পলিসি মেকিং পদে আনা হয়েছে। এডিজি আইজি ইবি থেকে রাজীব মিশ্রকে এডিজি আইজি অর্গানাইজেশন এবং মর্ডানাইজেশন পদে আনা হয়েছে। পুলিশ এটাকে রুটিন পরিবর্তন বললেও নাগরিক মহল মনে করছে মুখ্যমন্ত্রী পুলিশের হারিয়ে যাওয়া ফিরিয়ে আনতে চাইছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *