বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: দিন কয়েক আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে বাংলাদেশের মানুষেরা চিকিৎসা করাতে পশ্চিমবঙ্গ বা ভারতে নয়, পাকিস্তানে যাক। সেই কথার যেন সমর্থন পাওয়া গেলো কলকাতায়।

 

বাংলাদেশে ভারতের জাতীয় পতাকা অবমাননার ঘটনার প্রতিবাদ করে বাংলাদেশি রোগী দেখা বন্ধ করেছিলেন খ্যাতনামা স্ত্রীরোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা। তার পথে হেঁটে বাংলাদেশি রোগী ভর্তি করা বন্ধ করল কলকাতার নার্সিং হোম। মানিকতলার জেএন রায় হাসপাতালের তরফে স্পষ্ট জানানো হয়েছে, দেশের ওপরে কিছু নেই। তাই এই মুহূর্তে তারা বাংলাদেশের রুগী ভর্তি করবে না। কিন্তু প্রশ্ন উঠেছে, ডাক্তার ও রুগীর সম্পর্কের মধ্যে কি দেশ, কাল, পাত্র থাকা উচিত। চিকিৎসকের কাজ রুগীকে চিকিৎসা দেওয়া। এবং তা রাজনীতির বাইরে এসে।

কিন্তু দেশপ্রেম তো সবচেয়ে বড়ো! শুভ্রাংশু ভক্ত শুক্রবার সন্ধ্যায় সংবাদমাধ্যমকে জানান, ‘বাংলাদেশে যে ভাবে ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে তার প্রতিবাদে সেদেশের রোগীদের সমস্ত রকম পরিষেবা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তিনি বলেন, ‘সবার ওপরে দেশ। দেশের ওপরে কিছু হতে পারে না। চিকিৎসা একটি নোবেল প্রফেশন। কিন্তু দেশের মর্যাদা সর্বোপরি। যে ভাবে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভারতের জাতীয় পতাকার অবমাননা হয়েছে তার প্রতিবাদ করে অন্যান্য চিকিৎসা প্রতিষ্ঠানেরও এই পথে হাঁটা উচিত।’ ডাক্তার শুভ্রাশুকে সমর্থন করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর আবেদন, ‘আমি গোটা ভারতবর্ষের ডাক্তার সমাজ, ব্যবসায়ী ও ভারতপ্রেমী সম্পূর্ণভাবে বাংলাদেশিদের বয়কট করার জন্য অনুরোধ করব। বাংলাদেশের মওলানা যদি বলতে পারে হিন্দু নাপিতদের কাছে চুল দাঁড়ি কাটবেন না, হিন্দুদের দোকান থেকে মিষ্টি কিনবেন না আমিও এখান থেকে ভারতপ্রেমীদের বলতে চাই কড়া উত্তর দেওয়ার সময় এসেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *