বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারণা ২০২৫ এর বেঙ্গল বিজনেস সামিতে প্রচুর বিনিয়োগ আসতে চলেছে। আর মুখ্যমন্ত্রী তারই প্রস্তুতি সভা সেরে ফেললেন শুক্রবার সন্ধ্যায় আলিপুরের সৌজন্য গৃহে।
সেই সভয় বসেছিলো চাঁদের হাট। সেখানে রাজ্যের একেবারে শীর্ষস্তরের শিল্পপতিরা হাজির ছিলেন। সেই সঙ্গেই উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
কলকাতায় থাকা একাধিক দূতাবাসের কনসালরাও হাজির ছিলেন এই প্রস্তুতি বৈঠকে। এদিনের বৈঠকে যে সমস্ত শিল্পপতিরা ছিলেন তাঁদের মধ্যে অন্যতম হর্ষ নেওটিয়া, সঞ্জীব গোয়েঙ্কা, রমেশ জুনেজা, উমেশ চৌধুরী, উজ্জ্বল সিনহা, সত্যম রায়চৌধুরী, দিলীপ দুগার, রুদ্র চট্টোপাধ্যায়, মেহুল মোহাঙ্কা সহ অন্যান্য শিল্পোদ্যোগীরা। বিভিন্ন দফতরের মন্ত্রী ও আমলারাও এদিন উপস্থিত ছিলেন।
সেই বৈঠকে বক্তব্য রাখতে উঠে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা বলেন, আমরা দেশের ২২টা রাজ্যে ব্যবসা করি। তবে বাংলার মতো শিল্পবান্ধব পরিবেশ দেশের কোনও রাজ্যে নেই। কার্যত এদিন দরাজ হাতে মমতার সরকারকে সার্টিফিকেট দিলেন সঞ্জীব গোয়েঙ্কা। প্রশ্ন উঠেছে, সঞ্জীব গোয়েঙ্কার এই দরজা সার্টিফিকেটের পিছনে কি কোনো বিশেষ উদ্দেশ্য আছে? কারণ বিজেপির অভিযোগ তাঁর CESC তে বিদ্যুৎ চার্জ ভারতের সবচেয়ে বেশি। সিঙ্গুর পর্ব ভুলে গিয়ে বাংলার ইমেজকে নতুন করে শিল্প বান্ধব করে তোলার আপ্রাণ চেষ্টা করে চলেছেন মুখ্যমন্ত্রী।