বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:: রাজনীতিকে হাতিয়ার করে কত মানুষ যে নিজেদের স্বার্থ সিদ্ধি করে নিচ্ছে তার একটা ভালো উদাহরণ তৃণমূল কংগ্রেস। সেই কারণেই গত ১০/১২ বছরে বাংলার শিরোনামে এসেছে নিয়োগ দুর্নীতি, কয়লা-মাটি-খাদান দুর্নীতি, রেশন দুর্নীতি।
আর সকলকে অবাক করে এবার সামনে এসেছে সিনথেটিক তেজস্ক্রিয় দুর্নীতি। সপ্তাহখানেক আগে বিতর্কটা উস্কে দিয়েছিলেন বিজেপি নেতা অর্জুন সিং। তাঁর মুখেই বঙ্গ রাজনীতি প্রথম শুনেছিল রাশিয়ার কেমিক্যালের নাম। সঙ্গে গরু, কয়লা, পাথর, বালি পাচারের অভিযোগ তো ছিলই। এবার তেজস্ক্রিয় ধাতু পাচারেও নাম জড়াল তৃণমূলের! সেনা ও পুলিশের যৌথ অভিযানে নকশালবাড়ির তৃণমূল নেতা ফ্রান্সিক এক্কার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে পারমানবিক চুল্লির রাসায়নিক। সকলেই অবাক এই ঘটনায়।
সেখানেই শেষ নয়, পুলিশের তল্লাসিতে সামনে এসেছে আরো কিছু নথি। উদ্ধার হয়েছে সেনাবাহিনীর বহু গুরুত্বপূর্ণ নথিও। ক্যালিফোর্নিয়াম বলে সন্দেহ করা বিরল এই তেজস্ক্রিয়ের এক গ্রামের দাম প্রায় ১৭ থেকে ১৯ কোটি টাকা।