বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: তিনি বৃহস্পতিবার বিধানসভায় স্পষ্ট করে বলেন, বাংলাদেশে যা হচ্ছে তা তিনি কিছুতেই মেনে নিতে পারেন না। এই বিষয়ে তিনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহমত। এভাবে হিন্দুদের উপর অত্যাচারে তিনি স্তম্ভিত।
তিনি আরও জানান, কলকাতার ইস্কনের সঙ্গে তিনি কথা বলে বিস্তারিত জেনেছেন। এর তীব্র প্রতিবাদ হওয়া দরকার। প্রতিবেশী রাষ্ট্রের ধর্ম নিরপেক্ষতা সম্পূর্ণ নষ্ট হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তে একমাত। আন্তজাতিক ব্যাপার। আমরা কোনও সিদ্ধান্ত বাংলাদেশ নিয়ে নিতে পারি না বলেও এদিন মন্তব্য করেছেন।
এদিন বিধানসভা একাধিক বিষয় নিয়ে তিনি কথা বলেন। কথা বলেন ওয়াকফ বোর্ড নিয়েও। তিনি বলেন, নতুন বিলে মুসলিমদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। সংসদে তৃণমূল এই বিষয়ে লাগাতার আন্দোলন চালাচ্ছে। পাশাপাশি বাংলায় সংখ্যালঘু উন্নয়ন নিয়েও এদিন কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সংখ্যালঘু দফতরের বাজেট আগে ছিল মাত্র ৪৭২ কোটি টাকা। এখন সেটা ১০ গুণ বাড়ানো হয়েছে। এখন সবাইকে সাইকেল দেওয়া হয়। দেওয়া হচ্ছে স্কলারশিপ। এই প্রসঙ্গে তিনি আরও জানান, ১৯টা জেলায় ১৯টা মাইনরিটি ভবন তৈরি করা হয়েছে। হজ যাত্রার সাফল্যের কথাও তুলে ধরেন।