বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:পাহাড় থেকে সড়কের দূরত্ব ১৮০০ কিলোমিটার। সেই দূষণের নিরিখে সেই দূরত্ব ছাপিয়ে নয়াদিল্লির সঙ্গে আলোচনায় চলে এসেছে দার্জিলিং। একে শৈলশহর, তার ওপর সবুজ প্রকৃতি ঘেরা বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্রটি সম্পর্কে উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি হাজির করেছেন গবেষকরা।
চলতি মরশুমে নয়াদিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ভয়ংকর খারাপের সীমা পার করেছে বেশ কয়েকদিন। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে একটি গবেষণায় দেখা যাচ্ছে, কম যাচ্ছে না দার্জিলিংও । তিন মাসের পরিসংখ্যানে নজর দিয়ে গবেষকরা দেখেছেন, পাহাড়ি এই শহরটার একিউআই ১৫০ থেকে ৩৫০ পর্যন্ত উঠে যাওয়ার রেকর্ডও তৈরি হচ্ছে। যেখানে একিউআই ১০০ পার হলেই বিপদ বলে ধরে নেওয়া হয়।
প্রায় এক সপ্তাহ ধরে দূষণের জন্য সংবাদ শিরোনামে দেশের রাজধানী নয়াদিল্লি ও আগ্রা সহ সংলগ্ন এলাকা। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রমাণ করছে, দার্জিলিং সম্পর্কেও সতর্ক হওয়ার সময় এসেছে। শৈলশহরটির বাতাস কতটা বিষাক্ত, তার স্পষ্ট করে দিয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়।
বাতাসে অতিক্ষুদ্র ক্যাডমিয়াম, নিকেলের মতো অতিক্ষুদ্র কণা অত্যন্ত বিষাক্ত। গবেষণায় ধরা পড়েছে, বছরের অন্তত ৮০ শতাংশ দিনে দার্জিলিংয়ের বাতাসে পিএম ১০, পিএম ২.৫ এবং পিএম ১-এর মাত্রাতিরিক্ত উপস্থিতি থাকে। যা সুস্থভাবে শ্বাস নেওয়ার অযোগ্য পরিবেশ গড়ে তুলেছে দার্জিলিংয়ে।