বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শীত এসেও ঠিক মতো আসছে না। তার প্রধান কারণ হঠাৎ বাতাসে অনেকটা জলীয় বাষ্প ঢুকে পড়েছে। নভেম্বর প্রায় শেষ, তবুও সেভাবে শীতের দেখা নেই। কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর?
আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাবে সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। তার আগে আপাতত পরিষ্কার থাকবে আকাশ। ইতিমধ্যেই শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৭তে। গতকাল পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২-র ঘরে। পশ্চিমবঙ্গে ঠান্ডা ভালো অনুভূত হলেই দক্ষিণের অন্যান্য জেলায় সেইভাবে ঠান্ডা অনুভূত হচ্ছে না। আপাতত আগামী ৩-৪ দিন শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। দক্ষিণবঙ্গ বা কলকাতার তাপমাত্রায় খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। ২৯ নভেম্বর পর্যন্ত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর জানাচ্ছে মাসের শেষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। ৩০ তারিখ দুই ২৪ পরাগনা ও দুই মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে।
অন্যদিকে ৩০ তারিখ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। উত্তরের দার্জিলিং, কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা রয়েছে। দার্জিলিং ও দুই দিনাজপুরে মাঝারি কুয়াশার জন্য সতর্কতা জারি হয়েছে।