বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: দু’পার বাংলার ভাষা ও সংস্কৃতি প্রায় একই রকম। তৈরী হচ্ছে নতুন নতুন অনেক ভালো সিনেমা। কিন্তু সেই সময়ই বাংলাদেশ সরকার খুব সূক্ষ্মভাবে ‘চলচ্চিত্র’ শব্দটিকে বাদ দিতে চলেছেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন ‘১৯৮৯–এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ’-এর খসড়া থেকে নাট্যকলা ও চলচ্চিত্র উপবিভাগ থেকে ‘চলচ্চিত্র’ বাদ দিয়েছে। আর তার প্রতিবাদে সোচ্চার হয়েছেন ১৭৫ বিশিষ্টজন। চলচ্চিত্রকে আলাদা বিভাগ করার দাবি জানিয়েছেন তাঁরা। তাঁরা স্পষ্ট বলেছেন, নাটক নাটকের মতো থাকুক। কিন্তু সিনেমাকে আলাদা বিভাগের অধীনে আনতে হবে।
গণমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে তাঁরা বলেছেন, ‘আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ করেছি নতুন খসড়া অধ্যাদেশে পূর্বের’ নাট্যকলা ও চলচ্চিত্র উপবিভাগ থেকে কেটে চলচ্চিত্র অংশটুকু বাদ দেওয়া হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি বরং চলচ্চিত্রকে পৃথক এক বিভাগ করার জন্য দাবি জানাচ্ছি।’ দাবির পক্ষে যুক্তি তুলে ধরে বিবৃতিদাতারা বলেছেন, ‘জাতির বর্তমান প্রত্যাশা ও প্রয়োজনকে ছোট-বড়-প্রমাণ্য-ফিচার ইত্যাদি নানাধর্মী চলচ্চিত্রের মধ্য দিয়ে ধারণ করবে যে নতুন প্রজন্মের নির্মাতারা, তার পৃষ্ঠপোষকতা বাণিজ্যিক আবহ করবে না, জাতীয় প্রতিষ্ঠান শিল্পকলা একাডেমিই সেই প্রত্যাশা পূরণ করতে পারে। একাডেমির সব জেলার শাখাগুলোয় এসব চলচ্চিত্রের ধারাবাহিক প্রদর্শন চলতে থাকবে, এটাই চলচ্চিত্রসংশ্লিষ্টদের আকাঙ্ক্ষা।’ সরকার যদি তাদের দাবি না মানেন তাহলে বাংলাদেশে আবার নতুন করে শুরু হতে চলেছে সিনেমা আন্দোলেন।