বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:  সদ্য বিদেশ থেকে ফিরে কিছুটা সময় অপেক্ষা করেছেন। মহারাষ্ট্র ও ঝাড়খন্ডের রেজাল্ট পর্যালোচনা করেছেন। তারপরে মোটামুটি রেজাল্ট ঘোষণার পরেই বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বক্তব্য রাখেন।

 

শনিবার সন্ধ্যায় ফল ঘোষণার পর দিল্লিতে বিজেপির সদর দফতর থেকে ‘ঐতিহাসিক’ রায়ের জন্য মহারাষ্ট্রের মানুষকে কুর্নিশ জানান নমো। বললেন, বিরোধীদের নেতিবাচক রাজনীতিকে ছুঁড়ে ফেলে দিয়েছেন মানুষ। মহারাষ্ট্রে বিজেপির জয়কে উন্নয়ন ও সুশাসনের জয় বলে বর্ণনা করেন প্রধানমন্ত্রী। বলেন, “উন্নয়ন, সুশাসন এবং প্রকৃত সামাজিক ন্যায়ের জয় দেখল মহারাষ্ট্র। প্রতারণা, ভেদাভেদের রাজনীতি এবং পরিবার নিয়ন্ত্রিত রাজনীতির পরাজয় হয়েছে। উন্নত ভারতের পক্ষে রায় দিয়েছে মহারাষ্ট্র।”ঝাড়খন্ড ও বাংলার উপনির্বাচন নিয়ে কিছুটা হতাশ হলেও সেই ব্যথা গোপন রেখে তিনি উদ্বেলিত ভাষণ দেন মহারাষ্ট্র নিয়ে।

মহারাষ্ট্রে পর পর তিনবার বিজেপির বিজয়কে মানুষের জয় বলেই ব্যাখ্যা করেন নরেন্দ্র মোদী। কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, “দেশের প্রত্যেক প্রান্তের মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন। মানুষের মন বুঝতে পারেনি কংগ্রেস। তারা বাস্তব বুঝতে চাইছে না। ভোটাররা অস্থিরতা চান না।” কংগ্রেসকে আক্রমণ করে তিনি আরও বলেন, কংগ্রেস চেয়েছিল মানুষের মধ্যে বিভাজন। কিন্তু -“মহারাষ্ট্র জোর গলায় জানিয়ে দিয়েছে, একসঙ্গে থাকলেই সুরক্ষিত থাকব।” এভাবেই তিনি বিজেপির বিজয়কে ব্যাখ্যা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *