বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ইসলাম ধর্মের অন্যতম পবিত্র কর্তব্য ‘হজ’ যাত্রা। সেই হজ নিয়েই পাকিস্তানের উপর প্রবল ক্ষুব্ধ সৌদি আরব। হজ পালনের সময় পুরো সৌদি ভরে ওঠে পাকিস্তানের ভিখারিতে।
এবার এই বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। এবার হজের আগে ইসলামাবাদকে কড়া নোটিস পাঠিয়েছে তারা। সেখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে, পাকিস্তান যেন মক্কায় কোনও ভিখারি না পাঠায়। তারা স্পষ্ট করে জানায় যে যদি পাকিস্তানী ভিখারি মক্কায় উপস্থিত হয় তাহলে তারা কড়া ব্যবস্থা নেবে। সৌদি আরব স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, যদি এর পরও একই পরিস্থিতি থাকে তাহলে দুই দেশের সম্পর্কের অবনতি দেখা দিতে পারে। আর তাই হজযাত্রার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রক। যার মধ্যে অন্যতম, মক্কা যাওয়ার আগে মুচলেকা দিতে হবে, মক্কায় গিয়ে ভিক্ষা না করার। এতে ক্ষুব্ধ পাকিস্তানের অনেকেই। সবটা নিয়ে এক জটিল পরিস্থিতি।
পাকিস্তান অবশ্য জানিয়েছে যে তারা এবার থেকে সমস্ত হজ যাত্রীদের পরীক্ষা করেই পাঠাবে – যাতে তারা ওখানে বিয়ে ভিক্ষা না করে। পাক প্রশাসনের তরফে সৌদিকে বলা হয়েছে, ইতিমধ্যেই ৪ হাজার ৩০০ ভিখারিকে এক্সিট কন্ট্রোল লিস্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। এব্যাপারে তারা ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে চলবে বলেই জানিয়ে দেওয়া হয়েছে।এর পাশাপাশি অন্য নিয়মের কথাও জানানো হয়েছে। যার মধ্যে রয়েছে দল বেঁধে হজযাত্রা সংক্রান্ত নির্দেশিকা। পরিষ্কার করে দেওয়া হয়েছে একমাত্র দল বেঁধে যাঁরা যাবেন তাঁদেরই অনুমতি দেওয়া হবে। পাশাপাশি যে ট্র্যাভেল এজেন্সিগুলি হজে তীর্থযাত্রীদের নিয়ে যায়, তাদেরও জানিয়ে দেওয়া হয়েছে সকলের থেকে মুচলেকা নেওয়ার কথা। কিন্তু প্রশ্ন, এর আগেও এমন কিছু বিধি নিষেধ থাকলেও হজের সময় পাকিস্তানের ভিখারিতে রে যেতো রাস্তা। সেই অবস্থা থেকে মুক্তি চায় সৌদি আরব।