বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ভারত এই মুহূর্তে আদানি ইস্যুকে না পারছে গিলতে, না পারছে উগ্রে ফেলে দিতে। একেবারে ভারতের ‘গলার কাঁটা’ হয়ে বিঁধেছে গৌতম আদানি ইস্যু। ঘুষকাণ্ডে মার্কিন আদালতে অভিযুক্ত গৌতম আদানিকে গ্রেফতারের পরোয়ানা জারি করেছে নিউ ইয়র্কের আদালত।
আদানি ও তাঁর সহযোগী ছয়জন বর্তমানে ভারতে আছেন। ভারত মার্কিন বন্দী মুক্তি চুক্তি অনুযায়ী মার্কিন সরকার চাইলেই ভারত সরকারের কাছে গৌতম আদানি সহ ছয় জনকে গ্রেফতার করার জন্য অনুরোধ করতে পারে। চুক্তি অনুযায়ী এই ধরনের অনুরোধ মানতে বাধ্য হবে ভারত সরকার। এটাই ভারত ও আমেরিকার আন্তর্জাতিক চুক্তির শর্ত। যদিও তার জন্য বেশ কিছু আইনি পদ্ধতি পালন করতে হবে মার্কিন পুলিশকে।
২০১০ সালের ভারত-মার্কিন প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এই পদক্ষেপ করা হতে পারে।একাধিক আন্তর্জাতিক সংবাদসংস্থা জানিয়েছে, গৌতম আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে মার্কিন আইনে সর্বোচ্চ পাঁচ বছর কারাবাসের সাজা হতে পারে। সঙ্গে আর্থিক জরিমানা। এই মুহূর্তে খুবই সংকটে মোদী সরকার। নিন্দুকেরা বলেন বিজেপির সঙ্গে গৌতম আদানির খুবই নিবিড় সম্পর্ক। তবে আদানির বিষয়ে ভারত সরকার কী করবে এখনও স্পষ্ট নয়। বৃহস্পতিবার ঘুষ দিয়ে সৌরবিদ্যুৎ প্রকল্পর বরাত পাওয়ার অভিযোগে মার্কিন আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির অভিযোগ সামনে আসার পর থেকে রাজনৈতিক বিতর্ক চরমে উঠলেও ভারত সরকার কোনও প্রতিক্রিয়া দেয়নি। সদ্য প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন। আশা করা যায় এবার নিজেদের মধ্যে আলোচনা করে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী এই ইস্যুতে মুখ খুলবেন।