বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের দিঘাতে অনেক দিন যান নি তিনি। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, ডিসেম্বর মাসের প্রথমেই তিনি দিঘা যাচ্ছেন।

 

এমন সময় তিনি দিঘা যাচ্ছেন, যে সময়ে মন্দারমণির হোটেল উচ্ছেদ নিয়ে চলেছে বিতর্ক। আপাতত কলকাতা হাই কোর্টের নির্দেশে ওই হোটেল ভাঙ্গার কাজ বন্ধ আছে। অন্যদিকে তাজপুরেও বনদপ্তরের জমি দখল করে প্রচুর বেআইনি দোকান গড়ে উঠেছে। স্বাভাবিক কারণেই এই সমস্ত সমস্যা দিঘাতে মমতার সামনে আসবে। সূত্রের খবর মুখ্যমন্ত্রী প্রধানত দিঘার জগন্নাথ মন্দিরের কাজের আগ্রগতি দেখতে যাচ্ছেন। সদরে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি দিঘায় জগন্নাথ মন্দিরের কাজও খতিয়ে দেখতে পারেন বলে জানা যাচ্ছে। মমতার আগমনের খবর সামনে আসতেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে জেলা প্রশাসনের অন্দরেও। মমতার কাছে হোটেল মালিকরাও নানা দাবি-দাওয়া রাখতে পারেন বলে জানা যাচ্ছে। এখন প্রশ্ন, এই মুহূর্তে যখন মন্দারমণির বেআইনি হোটেল নির্মাণ নিয়ে অভিযোগ আছে পরিবেশ আদালতের তখন মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে কোন বার্তা দেবেন।

কয়েকদিন আগেই পূর্ব মেদিনীপুরের জেলা শাসক মন্দারমণি ও আশেপাশের প্রায় ১৪০টি হোটেল ও লজ ভাঙার নির্দেশ দিয়েছিলেন। তা নিয়ে তীব্র ক্ষোভ জানিয়ে মমতা স্পষ্ট বলেন, কোনো হোটেল ভাঙ্গা চলবে না। রাজ্যের চিফ সেক্রেটারির সঙ্গে কোনো আলোচনা না করে এক তরফাভাবে জেলা শাসক এই নির্দেশ দিতে পারে না। তা নিয়ে বিতর্ক এখনও চলেছে। এখন দেখার মুখ্যমন্ত্রী দিঘা যাওয়ার পড়ে সেই সমস্যার কোনো সমাধানের ইঙ্গিত পাওয়া যায় কিনা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *