বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কলকাতা কি ধীরে ধীরে জতুগৃহে পরিনত হচ্ছে? এই প্রশ্ন ওঠার কারণ, গত কয়েক মাসে বার বার করে কলকাতার বিভিন্ন জায়গায় আগুন লেগেছে। এবার রবিবার সকালেই বিধাননগর স্টেশন সংলগ্ন বস্তিতে লাগলো আগুন।
প্রথমে রেল লাইন লাগোয়া একটি তুলার গুদামে আগুন লাগে ৷ সেখান থেকে আগুন গুদাম লাগোয়া বস্তিতে ছড়িয়ে পড়ে ৷ আগুনের গ্রাসে বস্তির একের পর এক ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে খবর।ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু, গিয়েছিলেন স্থানীয় কাউন্সিলর শান্তিরঞ্জন কুন্ডু। কিন্তু ক্ষতি যা হওয়ার তা হয়ে গিয়েছে।
দমকল সূত্রে জানা গেছে, আগুন লাগার পরেই তারা প্রথমে এসে পাশের ঝুপড়ি থেকে গ্যাস সিলিন্ডারগুলো নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে গেছে। তা নাহলে এই আগুন আরও ভয়ঙ্কর হতে পারতো। স্থানীয়দের দাবি, তুলার গুদামে রান্না চাপানো হয়েছিল। সেখান থেকে কোনও কারণে আগুন লাগে। মুহূর্তে কারখানায় আগুন ছড়িয়ে যায়। সেখান থেকে আশপাশে ছড়িয়ে পড়ে আগুন। পাঁচটি বেড়ার ঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গিয়েছে। আগুনে আরও সাতটি ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। উলটোডাঙ্গা ট্রাম ডিপো ও রেল লাইনের মাঝেই এই কলোনি বস্তি এলাকা। তবে হতাতের কোনো খবর নেই।