বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শেষ পর্যন্ত দল ছাড়লেন তাপস রায়। তার আগে তিনি বিধায়ক পদেও ইস্তফা দেন। এই সিদ্ধান্ত তিনি গত কয়েকদিন ধরেই নিয়েছেন। তবে এদিন সকালে সিদ্ধান্তের পরিবর্তনের অনুরোধ করতে বউবাজারের বাড়িতে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ। তারপরেই নিজের সিদ্ধান্তে অটল থাকেন তাপস রায়।
ব্রাত্য বসু ও কুণাল ঘোষ তাঁর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে তাপস রায় বলেন, ১৯৯৭ সাল থেকে বিধায়ক। আর গত ২৪ বছর ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তবে কোনও দুর্নীতিই তাঁকে ছুঁতে পারেনি। সাম্প্রতিক সময়ে দলের দুর্নীতি ও সন্দেশখালি ইস্যু তাঁকে নাড়া দিয়েছে। এর বাইরেও গত ১২ জানুয়ারি তাঁর বাড়িতে ইডির হানায় দল তাঁর পাশে দাঁড়ায়নি। যা তাকে আঘাত দিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।