বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সারা ভারত সহ রাজ্যে ৬টি উপনির্বাচনে ভোট গণনা শুরু হয়েছে। আরজি কর আবহে গত কয়েক মাস ধরে রাজ্যে কিছুটা হলেও চাপে আছে শাসকদল। অন্তত বিরোধীরা তেমনটাই দাবি করছে।

 

 

এই আবহে রাজ্যের ৬টি বিধানসভা আসনের উপনির্বাচনে এর আগে ৫টিতে আগে তৃণমূলই জয়ী হয়েছিল। একটি আসন ছিল বিজেপির ঝুলিতে। আজ সকালে শুরু গণনা। এখন খুবই প্রাথমিক পর্যায়। তবে জানা যাচ্ছে –

* হাড়োয়ায় পোস্টাল ব্যালটে এগিয়ে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবিউল ইসলাম। খুব শীঘ্রই ইভিএম গণনা শুরু হবে এই আসনে।

* নৈহাটি আসনে ইভিএমের প্রথম রাউন্ডেই ৪ হাজারের বেশি ভোটে এগিয়ে গিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সনৎ দে।

* মেদিনীপুর বিধাসভা কন্দ্রে ২ রাউন্ডে গণনা হবে পোস্টাল ব্যালট। উপনির্বাচনে পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা আসন মিলিয়ে ১৭৬৭টি পোস্টাল ব্যালট ভোট পড়েছে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের দফতরের থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *