বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ বালুরঘাটের বিখ্যাত ” বোল্লা কালীপুজো ” গোটা বাংলা থেকে ভিড় জমতে শুরু করেছে আজ থেকে সাত দিন আগে থেকেই। ” বো ল্লা কালীপুজো ঘিরে বেশ কয়েকদিন ধরেই গোটা বাংলা জুড়েই সাজো সাজো রব।

 

বোল্লা কালীবাড়ীর পুজো এখন সকলেরই মুখে মুখে। বিখ্যাত এখানকার মেলাও । মেলাতে যোগ দিতে আসে দূর দূর থেকে মানুষ। বিখ্যাত এই মেলাকে ঘিরে আকর্ষণ বেড়ে চলেছে মানুষের মধ্যে। গতকাল থেকে ট্রেন বাস এবং প্রাইভেট গাড়িতে মানুষ রওনা দিতে আরম্ভ করেছেন “বোল্লা কালীর ” মেলাতে যোগ দেওয়ার জন্য। তবে সবার আগে পুজো পুজো দিয়েই মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে তারপরে যোগ দেবে সবাই মেলাতে। বিখ্যাত এই পুজো নিয়ে বহু গল্প আছে। মানুষের ধারণা “বোল্লা কালীর ” পুজো দিলে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়। এবং মনের সমস্ত ইচ্ছে পূরণ হয়। এই বছর শিলিগুড়ি এবং জলপাইগুড়ি থেকেও বহু মানুষ বোল্লা কালীর মেলাতে যোগ দিতে বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সবাই গেছেন পুজো দিতে, আবার অনেকে বেরিয়ে বল্লা মায়ের পুজো দিয়ে ঘরে ফিরে যাচ্ছেন। এই পুজো এখন বিখ্যাত হয়ে গেছে গোটা বাংলার মধ্যেই। নভেম্বরের শেষের দিকে প্রতিবছরই হয় ” বোল্লা ” মায়ের পুজো। এই বছর আরো বেশি করে আয়োজন করা হয়েছে পুজোর ব্যবস্থা, জানালেন আয়োজকরা। নৈহাটির বড়মার পরে , বোল্লা মায়ের পুজো এখন বাংলা জুড়ে বিখ্যাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *