বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: নভেম্বরের শেষে শিলিগুড়িতে আকাশ ছোঁয়া হয়ে উঠেছে সবজির দাম। শীতকাল এই সময় সবজির দাম সাধারণত কম থাকে। কিন্তু এবার একেবারেই আলাদা, সব সবজির দাম আকাশ ছোঁয়ায় হয়ে উঠেছে।

 

কি আলো কি পেঁয়াজ কি লঙ্কা সবকিছু দাম হাতে এর বাইরে , কিনতে গিয়ে না বিশ্বাস হচ্ছে সাধারণ মানুষের। কেউ বুঝতেই পারছেন না কেন বাড়ছে এত সবজির দাম। শিলিগুড়ি সব বাজারে এখন প্রায় সব সবজি ৮০ থেকে ৯০ টাকা কেজি। সবচাইতে বড় সমস্যা যারা নিরামিষ খান তাদের, এবং যেসব হোটেল নিরামি খাওয়ায় সেই সব হোটেলের। তারা বেশি দামও নিতে পারছেন না, আবার কম দাম নিলে তাদের হোটেল বন্ধ করে দিতে হবে। গোটা উত্তরবঙ্গ জুড়েই সবজির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে । বিশেষ করে আলু এবং পেঁয়াজ একেবারে ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। শিলিগুড়ি সব বাজারে একই অবস্থা। বিক্রেতারা জানিয়েছেন তাদের কিছুই করার নেই, তাদেরও বেশি দামে কিনতে হচ্ছে সবজি। সবার এক কথা কবে কমবে দাম? শীতকালে এই সময় মানুষের পছন্দ থাকে সবজির উপরে, কিন্তু দাম বেশি হওয়ায় ব্যাগ খালি করে ফিরতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে ডিসেম্বরের শুরুতে শক্তির দাম কমবে বলে মনে করছেন বিক্রেতারা, তারাও জানিয়েছেন আমাদের দাম বেশিতে লাভ হচ্ছে যে তা না, কারণ ক্রেতারা না কিনলে আমরা কি করব? আমরাও তাকিয়ে আছি কবে সবজির দাম কমবে এই আশায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *