বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: চিন্তা বাড়ছে প্রশাসনের। দিকে দিকে চলছে তল্লাশি। এরইমধ্যে এবার হুগলির ডানকুনিতে ফেরিয়ওয়ালার কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। তা ঘিরেই শোরগোল এলাকায়।

 

ওই ফেরিয়াওলার কাছ থেকে একটি ওয়ান শাটার পিস্তল পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতারও করেছে ডানকুনি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম মইনুদ্দিন মোল্লা ওরফে ছট্ট।
এদিন ডানকুনির খুশাইগাছি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে এলাকায় একটি পিস্তল নিয়ে ঘোরাঘুরি করছিলেন মইনুদ্দিন। এলাকার লোকজন মারফত খবর যায় পুলিশের কাছে। খবর পেয়ে পুলিশ তাঁকে ধরলে তাঁর কাছ থেকে ওই আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়।
পুলিশ সূত্রে খবর, ধৃতের বাড়ি দক্ষিণ ২৪ পরগনা কুলতলিতে। কিন্তু, বেশ কিছুদিন ধরেই তিনি ডানকুনির মৃগালার তেঁতুলতলায় থাকছিলেন। কিন্তু, পিস্তল নিয়ে তিনি কী করছিলেন, কোন কাজে লাগছিল তা বোঝার চেষ্টা করছে পুলিশ। ওই ফেরিওয়ালা বড় কোনও দুষ্কৃতীদলের সঙ্গে যুক্ত কিনা, বা কোনও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত কিনা তা জেরা করে জানার চেষ্টা করছে ডানকুনি থানার পুলিশ। এদিন ধৃতকে শ্রীরামপুর আদালতে তোলে পুলিশ। হেফাজতে নেওয়ার আবেদনও করা হয়েছে বলে জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *