বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সৌরভ গাঙ্গুলি – এক বাক্যে ক্রিকেট জগতে যিনি ‘দাদা’ নামে পরিচিত। তাঁর ও ডোনার বৈবাহিক জীবন খুবই সুখের। নানা অনুষ্ঠানে এই দম্পতি একসঙ্গে একাধিক অনুষ্ঠান করেছেন। দাদা মানেই ভালবাসা তাঁদের কাছে।

 

সৌরভের ব্যক্তিগত জীবনের খবর জানতে বরাবরই ভালবাসেন ভক্তরা। স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর মেয়ে সানা গঙ্গোপাধ্যায়ও ভক্তমহলে বেশ জনপ্রিয়। আর সেই রাজকন্যাকে নিয়েই মাঝে মধ্যেই নানা গল্প শেয়ার করতে দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। ‘দাদাগিরি’ মঞ্চে তিনি মাঝে মাঝেই তার মেয়ে ও স্ত্রীর প্রসঙ্গে কথা বলেন। সৌরভের কন্যা সানা এখন একটা চাকরি করছে। সেই প্রসঙ্গ টেনেই বাবা সৌরভ বলেন, মেয়ের এই চাকরি তার বেশি পছন্দ নয়।

এই প্রসঙ্গেই সৌরভ মুখ খোলেন দাদাগিরির মঞ্চে। তিনি বলেন, ভুল সময় জন্ম নিয়েছে সানা? কারণ ক্রিকেট। মহিলাদের ক্রিকেট খেলার যে বিস্তার বর্তমানে হয়েছে, তা কিছুবছর আগেও ছিল না। সানার প্রসঙ্গে তাই সৌরভকে বলতে শোনা গেল, “সানা যখন ছোট ছিলতখন যদি এত সুযোগ থাকত মেয়েদের ক্রিকেটে আমি ওকে ক্রিকেট খেলতে দিতাম। শেষ ৩ বছরে মহিলাদের ক্রিকেট খুব উন্নতি করেছে। ওদের পেয়ে স্কেল এখন ছেলেদের মতোই। বিরাট কোহলি যা টেস্ট ম্যাচে পয়সা পায়, স্মৃতি মন্ধনাও তাই পায়। আমি তো সানাকে বলি, তুমি ভুল সময়ে জন্মেছ। এখন হলে তোমাকে আমি ক্রিকেট খেলতে পাঠাতাম।” সৌরভের এই ইচ্ছে আর কখনো সত্য হবে না। তবে সৌরভ অকপটে তাঁর মনের কথা সকলের সঙ্গে শেয়ার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *