বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আগামী ২৩ এবং ২৪ তারিখে শিলিগুড়িতে সম্পূর্ণভাবে বন্ধ থাকবে পানীয় জলপরিসেবা। আজ মেয়র গৌতম দেব এক গুরুত্বপূর্ণ বৈঠক ডেকে জানালেন আগামী ২১ তারিখ রাত আটটা পর্যন্ত দেওয়া হবে পুরসভার জল। এবং ২২ এবং ২৩ তারিখে শিলিগুড়ি ৪৭ টি ওয়ার্ডে ঘোরাফেরা করবে জলের ট্যাঙ্ক।
সেদিন মেয়র গৌতম দেব জানান মানুষের কোন অসুবিধা হবে না। পর্যাপ্ত পরিমাণে জল মানুষ পাবেন। শিলিগুড়িতে জলের ট্যাঙ্ক এই দুইদিন পর্যাপ্ত পরিমাণে থাকবে মানুষের জন্য। তাই কারো কোন চিন্তার কারন নেই। শিলিগুড়ি পুরসভা আগের থেকেই বিকল্প ব্যবস্থা করে রেখেছে। যাতে করে মানুষের কোন রকমের অসুবিধা না হয়। আজকে এবং কালকে এই দুদিন বিশেষ করে আগামীকাল রাত্রি আটটা থেকে নয়টা পর্যন্ত পানীয় জল থাকবে। কোন সমস্যা হবে না মানুষের। জল নিয়ে মানুষের সমস্যা যেভাবে বাড়ছে সেটা দেখে আমরা চিন্তিত জানান মেয়র গৌতম দেব।