বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: তৃণমূল হিসাবের মাত্রা ছাড়িয়ে গেছে, এত অবিচার অত অন্যায়, আর মানুষ বেছে নিতে পারছে না।

 

কারণ এতদিন হয়ে গেল কোন দুর্নীতির সমাধান নেই, এই কিরকম রাজ্যসভার চালাচ্ছে রাজ্য সরকার? কোন কিছু সমাধান নেই, সাধারণ মানুষ ভোট দিয়ে এনেছিল, বিনিময় তারা কি পাচ্ছে? আজ সকালে এ কেমন ভাবেই তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ। সাংবাদিকদের তিনি জানালেন , গোটা রাজ্য দুর্নীতির আতর ঘর হয়ে গেছে, সবাই সবকিছু জানেন কিন্তু ভয় চুপ করে আছে। আর সুবিধা হচ্ছে নেতা এবং মন্ত্রীদের, সবথেকে সুবিধা হচ্ছে কালো বাজারীদের। আর অসহায় হয়ে যাচ্ছেন, গরিবরা। মানুষের কাছে আজকে কোন চাকরি নেই, ব্যবসা নাই, কোন ভবিষ্যৎ নেই। কিভাবে মানুষ এভাবে? তৃণমূল কংগ্রেস একটা দুর্নীতিগ্রস্ত দল, যাদের দুর্নীতি
শেষ কবে হবে কেউ জানে না। বাংলায় তৃণমূল কংগ্রেস মানুষকে বোকা বানিয়ে, দিনের পর দিন চালিয়ে যাচ্ছে, এটা হতে দেওয়া যায় না। আমরা তৈরি হচ্ছি বিধানসভা নির্বাচনের জন্য, যেখানে তৃণমূলকে হারিয়ে আমরা, বাংলার মানুষকে রাহুমুক্ত করব, বিধায়ক শংকর ঘোষ জানিয়ে দিলেন সাংবাদিকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *