বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শীত চলে এসেছে, আর শীত চলে আসার সাথে সাথেই, চলে এসেছে কমলালেবু। তবে এবার শঙ্কার কারণ দার্জিলিং থেকে আশা নকল কমলা।
শিলিগুড়িতে এখন দেদার বিক্রি হচ্ছে নকল কমলালেবু, দেখতে একদম অবিকল দার্জিলিং এর আসল কমলালেবুর মতন। যারা চিনতে পারেন কমলা লেবু কি? তারা কিনছেন না, কমলালেবু দার্জিলিং এর ভেবে ঠকে চলেছেন অনেক মানুষই। বিক্রি হচ্ছে কেজি প্রতি ১০০ থেকে ১০০ কোটি টাকা কেজি। কিনছেন ও মানুষ। আসল কমলার মত স্বাদ না হওয়ায়, অনেকেই পরে বুঝছেন। কিন্তু কোথা থেকে আসছে এই নকল কমলা, জানা গেছে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী, সমতলের মানুষের হাতে নকল কমলা ধরিয়ে দিচ্ছেন। আর আসল কমলা চলে যাচ্ছে বাইরে এবং বিদেশে। শিলিগুড়িতে বিভিন্ন জায়গায় নানাভাবে বিক্রি হচ্ছে, দার্জিলিংয়ের নকল কমলা। বাইরে থেকে একই রকম লাগায়, অনেকেই বুঝে উঠতে পারছেন না। তবে কিছু ব্যবসায়ী, দার্জিলিংয়ের আসল কমলালেবু বিক্রি করছেন। তারা জানিয়েছেন মানুষকে ঠকিয়ে এইভাবে নকল কমলা বিক্রি করে কি লাভ? যারা প্রতিবছর আমাদের কাছ থেকে কমলালেবু নেন তারা ঠিকই বুঝবেন কোনটা আসল এবং কোনটা নকল। দার্জিলিং এর কমলালেবু এখন বিদেশে প্রচন্ড জনপ্রিয়, তাই আগেই বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেন মানুষ। আর নকল কমলালেবু চলে আসে সময় চলে বিভিন্ন এলাকায়। তবে এবারে সচেতন হচ্ছেন হয়তো মানুষ, কারণ নকল কমলালেবুর বাজার অনেকেই চিনতে পেরে গেছে। তাই আর নকল কমলালেবু বিক্রি করা মুশকিল ব্যবসায়ীদের পক্ষে।