বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ইন্টারনেটের মাধ্যমে দ্রুত মিথ্যা খবর ছড়িয়ে দিয়ে মুর্শিদাবাদ বেলডাঙ্গায় একটা উত্তেজনাময় পরিস্থিতি তৈরী হয়েছিল। সেই পরিস্থিতিতে মুর্শিদাবাদ পুলিশ ইন্টারনের পরিষেবা বন্ধ করে দিলো।
২৪ ঘণ্টার জন্যে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে। এরই সঙ্গে মঙ্গলবার পর্যন্ত গোটা মুর্শিদাবাদ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। এদিকে হিংসার ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। তাদের মধ্যে অন্তত ৮ জনতে ইতিমধ্যেই আদালতেও পেশ করা হয়েছিল বলে জানা গিয়েছে। পুলিশের তরফে দাবি করা হয়েছে যে রবিবার থেকে বেলডাঙার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এর আগে শনিবার রাতে সেখানে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছিল। ভাঙচুর চালানো হয় বাড়ি এবং দোকানে ধরিয়ে দেওয়া হয় আগুন। নাম গোপন রাখার শর্তে এক পুলিশ অফিসার জানিয়েছেন, শনিবার রাত ৮ টা ৩০ মিনিট নাগাদ সেই সংঘর্ষ শুরু হয়।
রবিবার পশ্চিমবঙ্গ পুলিশের তরফে বলা হয়েছে, ‘মুর্শিদাবাদের বেলডাঙায় গত রাতে যে ঘটনা ঘটেছে, তা নিয়ে কয়েকটি অংশের তরফে ভুয়ো তথ্য এবং গুজব ছড়ানোর যে বিদ্বেষপূর্ণ প্রচেষ্টা চলছে, সেটা নিন্দনীয়। (গত রাতে) বেলডাঙায় দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছিল। যেখানে সেই ঘটনা ঘটেছে, সেখানকার কমিটির সভাপতি এবং সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। তাঁদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ১৭ জনকে গ্রেফতার করে ভাঙচুর এবং হিংসার ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ করেছে।’ সেইসঙ্গে পুলিশের তরফে বলা হয়েছে, ‘জেলার কোথাও কোনও প্রাণহানি হয়নি। ছয়জন আহত হয়েছেন এবং তাঁদের উপযুক্ত চিকিৎসা হয়েছে।’ পুলিশের অভিযোগ, অকারণে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা খবর ছাড়ানো হচ্ছে। এতে সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সমস্যা হচ্ছে। তাই আপাতত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে।