বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: প্রথমেই জানিয়ে রাখি যে সকালে আমরা খবর করেছিলাম তৃণমূল বিধায়ক গিয়াসুদ্দিনে গাড়ি দুর্ঘনায় ২ জনের মৃত্যু হয়েছে।
পরে ড্রাইভারেরও মৃত্যু হয়। মৃত বেড়ে এখন ৩ জন। এদিকে সমস্যা হল, বিধায়ক জানান, “আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই গাড়ি আমার নয়। পুলিশকে খোঁজ নিতে বলেছি। কী করে গাড়িতে আমার নাম লেখা হল জানি না। আমার যে গাড়ি রয়েছে তা আমার বাড়িতে রয়েছে। তার চালকও আমার ঘরেই রয়েছে। কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করতে পারে।” তাঁর এ মন্তব্যের পরই তা নিয়ে শোরগোল শুরু হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। সকলেই স্তম্ভিত এই বিষয়ে। তবে এই রাজ্যে অস্বাভাবিক বলে কিছুই হয় না।
দুর্ঘটনা স্থলে গিয়ে দেখা যায় গাড়িটি যে বিধায়কের তার যথেষ্ট প্রমাণ আছে। প্রাথমিক খবরে জানা গিয়েছিল যে গাড়িতে দুর্ঘটনার কবলে পড়েছিল তা আদতে মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার। শুরুতে দু’জনের মৃত্যু ও তিনজনের আহত হওয়ার খবর মেলে। ইতিমধ্যেই এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়ে গিয়েছে। তিন যদিও এরইমধ্যে বিস্ফোরক দাবি করেছেন তৃণমূল বিধায়ক। তাঁর দাবি, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি তাঁর নয়। এদিকে গাড়িতে তাঁর নেমপ্লেট থেকে তৃণমূলের স্টিকার জ্বলজ্বল করছে। তাহলে রহস্য কোথায়? নাকি নতুন কোনো ‘গাড়ি রহস্য’ তৈরী হতে চলেছে?