বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: তুলসী আসলে বিষ্ণুপ্রিয়া। হিন্দু শাস্ত্রে তুলসী গাছ খুবই পবিত্র ও সম্মানের। তাই ধর্মের নিয়ম অনুযায়ী তুলসী গাছ রক্ষা করুন। সকালে ও বিকেলে প্রতিদিন অল্প করে জল দিন। সাধারণভাবে লক্ষ রাখবেন তুলসী গাছ যেন শুকিয়ে না যায়।
তবুও যদি শুকিয়ে যায় তাহলে জ্যোতিষ বলছে, এই গাছ যেমন বাড়িতে শুভ শক্তির সঞ্চার করে, তেমনই এই গাছ যদি ভুল দিনে বাড়ির মাটি থেকে উপড়ে ফেলা হয়, তাহলে তা খারাপ ফল দেয়। তুলসী গাছ বাড়ি থেকে উপড়ে ফেলবেন না, সূর্য গ্রহণ, একাদশী, অমাবস্যা, চন্দ্রগ্রহণ, পূর্ণিমা, অমাবস্যা, রবিবার, সূতকে, আর পিতৃপক্ষের আগে এই গাছ তোলা শুভ নয়। তুলসী পাতা কোনদিন তুলবেন না- বাড়িতে যদি তুলসী গাছ থাকে, তাহলে বিশেষ কিছু দিনে তুলসী পাতা তোলাও শুভ নয়। বলা হয়, অমাবস্যা, দ্বাদশী, চতুর্দশীতে তুলসী পাতা ছিঁড়লে, তাতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। এছাড়াও রবিবার তুলসী পাতা ছেঁড়া শুভ নয় বলেও মনে করেন অনেকে।
তুলসী পাতা কীভাবে তোলা শুভ নয়- শাস্ত্রজ্ঞরা বলছেন, নখ দিয়ে টেনে তুলসী পাতা ছেঁড়া একবারেই শুভ নয়। এদিকে, তুলসী যদি শুকিয়ে যায়, তাহলে সেটি বাড়িতে রাখা শুভ নয়। তবে তুলসী গাছ শুকিয়ে গেলে, তা ডাস্টবিনে ফেলবেন না। কোনও পবিত্র স্থানেই তাকে রেখে আসার পরামর্শ শাস্ত্রজ্ঞদের। আসল কথা তুলসী গাছকে ভালোবাসুন, ভক্তি করুন। ভাগ্য আপনার সহায় হবে।