বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বাংলাদেশের সংবিধান থেকে সম্ভবত ‘ধর্মনিরপেক্ষ’ শব্দটা বাদ পড়তে চলেছে

 

পৃথিবীতে আরও একটা ইসলামিক কান্ট্রি তৈরীর দিকে কি এগোচ্ছে বাংলাদেশ? এমন প্রশ্ন ওঠার পিছনে কিছু কারণ আছে। হাসিনার বিদায়ের পরে কট্টর পন্থী মুসলিমরা বাংলাদেশকে মুসলিম কান্ট্রি ঘোষণার পক্ষে রায় দিয়েছিলেন। এবার সেই কথাই শোনা গেলো সেই দেশের অ্যাটর্নি জেনারেলের মুখে। অ্যাটর্নি জেনারেল মহম্মদ আসাদুজ্জামানের যুক্তি, দেশের জনসংখ্যার ৯০ শতাংশ মুসলিম। তাই, বাংলাদেশকে মুসলিম দেশ হিসেবেই ঘোষণা করা উচিত। শুধু তাই নয়, শেখ মুজিবুর রহমানের ‘জাতির জনক’ খেতাবও কেড়ে নেওয়া উচিত বলে জানিয়েছেন, বাংলাদেশের সর্বোচ্চ আইনি আধিকারিক। সব মিলয়ে আবার বাংলাদেশে হিন্দু বিরোধী উগ্রপন্থা মাথাচাড়া দিয়ে উঠছে।

বৃহস্পতিবার সংবিধান নিয়ে আলোচনা হয় বাংলাদেশের এক বিচারলয়ে। আর সেখানেই সেকানেই অ্যাটর্নি জেনারেল বলেন, “আগে আল্লার উপর অবিচল আস্থা ও বিশ্বাস ছিল। আমি চাই এটা আগের অবস্থায় ফিরে যাক। ২-এর ক অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্র সকল ধর্ম পালনে সমান অধিকার ও সমতা নিশ্চিত করবে। আবার ৯ নম্বর ধারায় ‘বাঙালি জাতীয়তাবাদ’- এর কথা বলা হয়েছে। এটা পরস্পরবিরোধী।” অনুচ্ছেদ ৭-এর ক এবং ৭-এর খ নিয়েও আপত্তি জানান অ্যাটর্নি জেনারেল মহম্মদ আসাদুজ্জামান। তিনি মনে করেন, বাংলাদেশ সংখ্যালঘুরা নিশ্চিতভাবে নিরাপদে থাকবে, কিন্তু সংখ্যার নিরিখে দেশটিকে ‘ইসলামিক কান্ট্রি’ ঘোষণা করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *