বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:এবার দ্বিতীয়বারের জন্য হওয়াইট হাউসে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। দেশের ৪৭ তম প্রেসিডেন্ট হিসাবে তিনি ইতিমধ্যে সাজিয়ে নিচ্ছেন তার ঘর। খবরে প্রকাশ,এবার আমেরিকার গোয়েন্দা দপ্তরের প্রধান হলেন ‘মোদির বন্ধু’ তুলসী গাবার্ড।
এক সময় ডেমোক্র্যাট নেত্রী হিসাবে পরিচিত ছিলেন তিনি। কিন্তু পরে হাত ধরেন রিপাবলিকান দলের। হাইভোল্টেজ নির্বাচনে ট্রাম্প জিততেই বিভিন্ন প্রশাসনিক পদের দাবিদার নিয়ে নানা জল্পনা চলছিল। ট্রাম্পের পছন্দের তালিকায় নাম ছিল তুলসীরও। বুধবার বিবৃতি দিয়ে নয়া গোয়েন্দা প্রধান হিসাবে এই প্রাক্তন ডেমোক্র্যাটের নাম ঘোষণা করেন ট্রাম্প। তিনি বলেন, “এক সময় তুলসী গাবার্ড ডেমোক্র্যাট দলের সদস্য ছিলেন। এখন তিনি রিপাবলিকান। অর্থাৎ দুদলের সমর্থন পেয়েছেন তুলসী। আমি জানি ওঁর ভয়ডরহীন মানসিকতা ও দীর্ঘ অভিজ্ঞতা আমাদের গোয়েন্দা দপ্তরকে সমৃদ্ধ করবে।” তুলসীকে পছন্দের পিছনে ট্রাম্পের আরও একটি কারণ হলো ইতিমধ্যে তুলসী আন্তর্জাতিক মহলে বেশ খ্যাতি অর্জন করেছেন।
তুলসী সম্পর্কে ট্রাম্প সাংসবাদিকদের বলেন, “তুলসী হাইভোল্টেজ নির্বাচনে ট্রাম্প জিততেই বিভিন্ন প্রশাসনিক পদের দাবিদার নিয়ে নানা জল্পনা চলছিল। ট্রাম্পের পছন্দের তালিকায় নাম ছিল তুলসীরও। বুধবার বিবৃতি দিয়ে নয়া গোয়েন্দা প্রধান হিসাবে এই প্রাক্তন ডেমোক্র্যাটের নাম ঘোষণা করেন ট্রাম্প। তিনি বলেন,“এক সময় তুলসী গাবার্ড ডেমোক্র্যাট দলের সদস্য ছিলেন। এখন তিনি রিপাবলিকান। অর্থাৎ দুদলের সমর্থন পেয়েছেন তুলসী। আমি জানি ওঁর ভয়ডরহীন মানসিকতা ও দীর্ঘ অভিজ্ঞতা আমাদের গোয়েন্দা দপ্তরকে সমৃদ্ধ করবে। তিনি আরও বলেন, “তিনি সাংবিধানিক অধিকারকে রক্ষা করার পাশাপাশি শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আমেরিকানদের জন্য অনেক লড়াই করেছেন তুলসী। দেশকে অনেক কিছু দিয়েছেন। তুলসীর জন্য আমরা গর্বিত।” আমেরিকার হবু প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে তুলসী বলেন, “আমেরিকার জনগণের নিরাপত্তা, সুরক্ষা ও স্বাধীনতা রক্ষার জন্য আপনার মন্ত্রিসভার সদস্য হিসেবে কাজ করার সুযোগ পেয়ে আমি ধন্য। এই সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি।” ঘটনাচক্রে এই তুলসী গাবার্ড আবার ভারতের প্রধামন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বন্ধু।