বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বিজেপি শনিবার লোকসভা নির্বাচনের জন্য ১৯৫ জনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সেখানে বিভিন্ন রাজ্যের প্রার্থীদের সঙ্গে রয়েছে একজন মুসলিম প্রার্থী। কেরলের জন্য যে বারোজন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, তার মধ্যে রয়েছে আব্দুল সালামের নামও।
বিজেপির প্রথম প্রার্থী তালিকায় কেরল থেকে যাঁদেরকে প্রার্থী করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন কাসারগোড় থেকে এমএল অশ্বিনী, কান্নুর থেকে সি রঘুনাথ, ভাদাকারা থেকে প্রফুল্লকৃষ্ণ, কোঝিকোড় থেকে এমটি রমেশ, মালাপ্পুরম থেকে ডক্টর আব্দুল সালাম, পোন্নানি থখেকে নিবেদিতা সুব্রামনিয়াম, পালাক্কাদ থেকে সি কৃষ্ণকুমার, ত্রিশুর থেকে অভিনেতা সুরেশ গোপী, আলাপ্পুঝা থেকে সুরেন্দ্র, পাঠানমথিহাট্টা থেকে অনিল কে অ্যান্টনি, আটিঙ্গাল থেকে ভি মুরলিধরন এবং তিরুবনন্তপুরম থেকে রাজীব চন্দ্রশেখর।
এখানে বলে রাখা ভাল ডক্টর আব্দুল সালাম বিজেপির সদস্য, তিনি তিরুরের বাসিন্দা। বর্তমানে ৬৮ বছর বয়সী আব্দুল সালাম ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কেরলের মেমোম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ২০১১ থেকে ২০১৫ সালের মধ্যে তিনি কালিকট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বও পালন করেছেন।
তৎকালীন কেরলের ইউডিএফ সরকার আব্দুল সালামকে উপচার্য করেছিল। তবে তাকে ভিসি করার বিরোধিতা করেছিল সেই সময়কার শিক্ষক ও ছাত্র সংগঠনগুলি। প্রসঙ্গত আব্দুল সালাম ছাত্র রাজনীতির বিরুদ্ধে ছিলেন। তিনি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে চেয়েছিলেন।
উপচার্যের পদ থেকে অবসর নেওয়ার পরে ২০১৯ সালে আব্দুল সালাম বিজেপিতে যোগদান করেন। মাই নেতা ডট ইনফোতে প্রকাশিত তথ্য অনুযায়ী, আব্দুল কালামের মোট সম্পদের পরিমাণ ছয় কোটি সাতচল্লিশ লক্ষ টাকা। তবে তাঁর বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও ফৌজদারি মামলা নেই।
এদিকে কেরলে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট লোকসভা নির্বাচনের জন্য আসন ভাগাভাগি চূড়ান্ত করেছে। ২০ টি আসনের মধ্যে কংগ্রেস ষোলোটিতে প্রতিদ্বন্দ্বিতা করবে। অন্যদিকে মালাপ্পুরম ও পোনানি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ। কংগ্রেস সঙ্গী আরএসপি প্রতিদ্বন্দ্বিতা করবে কোল্লাম আসন থেকে। কেরল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে কোট্টায়াম আসন থেকে।
অন্যদিকে কেরলে বাম গণতান্ত্রিক ফ্রন্টের মধ্যে সিপিআই চার আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে ২০১৯-এ জয়ী রাহুল গান্ধীর ওয়ানাড ও শশী তারুরের তিরুবনন্তুপুরম। ওয়ানাড থেকে প্রার্থী হচ্ছেন সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী অ্যানি রাজা ও তিরুবনন্তপুরম থেকে পান্নিয়ান রবীন্দ্রন।